বরগুনার সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। এই ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন ভিডিওতে দেখা ওই মহিলা। ভিডিওটি ভাইরাল হওয়ার পর মঙ্গলবার দুপুরে আইনি নোটিশ পাঠানোর বিষয়টি সামনে আসে।
জানা গেছে, গত ৭ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন ওই নারীর পক্ষে নোটিশ পাঠান।সাবেক ডিসি হাবিবুর রহমানকে ৭ দিনের মধ্যে নোটিশের জবাব দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো জবাব দেননি।
সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মুঠোফোনে জানান, সাবেক ডিসি হাবিবুর রহমান বিয়ের কথা বলে ভিকটিম ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন। কিন্তু পরে বিয়ে করতে রাজি হননি। ফলে আমরা আইনি নোটিশ পাঠিয়েছি। কিন্তু এখন পর্যন্ত তিনি কোনো জবাব দেননি। এ কারণে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নেব।
এ বিষয়ে কথা বলতে বরগুনার সাবেক জেলা প্রশাসক হাবিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
বিয়ের দাবিতে অনশন