চট্টগ্রাম হাইকোর্টে আলোচিত মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট (নটপ্রেস)।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি সাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী, সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।
এ মামলায় জামিনের আবেদন করেন বাবুল আক্তার। ওই আবেদনের শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।
২০১৬ সালে, বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু চট্টগ্রাম নগরীর জিইসি এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দেওয়ার সময় নিহত হন। এ ঘটনায় প্রথমে মামলা হয়। পরে বাবুল আক্তারকে আসামি করে চার্জশিট দেওয়া হয়।
এ মামলায় চলতি বছরের ২৩ মার্চ চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত বাবুল আক্তারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।