দুই বাংলায় ব্যস্ততাটা একই রকম নুসরাত ফারিয়ার। আজ ঢালিউডের ছবিতে নাম লেখাচ্ছেন তো কাল টলিউডের ক্যামেরায় নিজেকে মেলে ধরছেন। ফলে তার ঝুলিতে একের পর এক যুক্ত হচ্ছে মনে রাখার মতো সিনেমা।
‘মুজিব: একটি জাতির রূপকার’ তেমনই একটি ছবি। ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন ফারিয়া। চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। তিনি মনে করেন, প্রতিটি মেয়ের মধ্যে শেখ হাসিনা আছে।
ফারিয়া এক সাক্ষাৎকারে বলেন, “চলচ্চিত্রে যে সময়টি তুলে ধরা হয়েছে, তখন শেখ হাসিনাকে আজকের প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করা যায় না। তার জীবন ছিল পরিবারের একজন সাধারণ মেয়ের মতো। মনে হয় প্রতিটি মেয়ের মধ্যেই একজন হাসিনা আছে।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি ভবিষ্যতে যদি আর কখনো অভিনয় না করি, তাহলে আর কোনো আফসোস থাকবে না। এই চরিত্রে (শেখ হাসিনার চরিত্র) অভিনয় করার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক বড় অর্জন।
‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। ছবিটি প্রযোজনা করেছেন বলিউডের বায়োপিক মাস্টার শ্যাম বেনেগাল। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হয়েছে ছবিটি।
নুসরাত ফারিয়া-আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ছাড়াও শতাধিক শিল্পী ছবিতে অভিনয় করেছেন।