ব্যক্তিজীবনের অথৈ সাগর পাড়ি দিয়ে এবার বুঝি তীর পেলেন। বা এভাবে বলা যায়, টানা দুই বছর পর শুটিংয়ে ফিরলেন তিনি। প্রসঙ্গ পরীমণির শুটিংয়ে ফের। নায়িকা যে তার ফেরার অপেক্ষায় ছিলেন তাতে কোনো সন্দেহ নেই।
রোববার (৮ অক্টোবর) দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ প্রযোজিত ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে আবারো ক্যামেরার সামনে দাঁড়ালেন পরী।
ফেরা প্রসঙ্গে পরীমনি বলেন, “এতদিন এই দিনটির অপেক্ষায় ছিলাম। দুই বছর ধরে এই প্রিয় জায়গা থেকে দূরে থাকতে হয়েছে। ফেরার জন্য অপেক্ষায় ছিলাম। অবশেষে ফেরা। দ্বিতীয় ইনিংসে ফিরে আসতে পেরে দারুণ লাগছে। ‘ডোডোর গল্প’ একটি ভিন্ন গল্প নিয়ে একটি মুভি হতে যাচ্ছে। এই মুভিতে আমাকে ভিন্ন ধারায় দেখা যাবে। আশা করি ছবিটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।”
জানা গেছে, পরীমনি ছাড়াও প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন আহসান হাবিব নাসিম। একটানা কাজ শেষ হবে এটির দৃশ্য ধারণ। চলতি বছরেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা সংস্থার।
দীর্ঘ বিরতির পর এই সিনেমার মাধ্যমে অভিনেতা সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধেন পরী। ‘ডোডোর গল্প’-এর কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন কথাসাহিত্যিক রেজা ঘটক।
ছবিটিতে কাজল চৌধুরী চরিত্রে পরীমনি এবং ফটোগ্রাফার রায়হানের চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের জন্য ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।