আবারও যুদ্ধের ঘণ্টা বাজছে ইসরাইল ও ফিলিস্তিনে। শনিবার (৭ অক্টোবর) গাজা থেকে ইসরায়েলে হাজার হাজার রকেট নিক্ষেপ করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস। এছাড়া তারা ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গেও যুদ্ধ করেছে। বলা হয়, একদিনে ৪৭০ জন প্রাণ হারিয়েছেন।
এমনই এক ভয়াবহ পরিস্থিতিতে ইসরায়েলে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। শনিবার (৭ অক্টোবর) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। খবরটি প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে তার ভক্ত ও পরিবারের মধ্যে।
তবে স্বস্তির খবর হলো নুসরাতকে পাওয়া গেছে। তিনি ইতিমধ্যেই ভারতে যাওয়ার জন্য ইসরায়েল বিমানবন্দরে পৌঁছেছেন। এ তথ্য নিশ্চিত করে নুসরাতের মা তাসনিম বলেন, “ও নিরাপদে বাড়ি ফিরছে। আমরা খুবই খুশি।’
সম্প্রতি হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইসরাইল গিয়েছিলেন নুসরাত ভারুচা। এতে তার ছবি ‘আকেলি’ প্রদর্শিত হয়। তার সঙ্গে যাওয়া দলের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে রোববার (৮ অক্টোবর) তার টিম জানায়, দূতাবাসের সহায়তায় অবশেষে আমরা নুসরাতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। তিনি এখন নিরাপদে বাড়ি ফিরছেন। আমরা সরাসরি ফ্লাইট পাইনি, তাই তাকে কানেক্টিং ফ্লাইটে পাঠানো হচ্ছে। তার নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা এর বেশি কিছু প্রকাশ করতে চাই না।
প্রসঙ্গত, নুসরাত ভরুচারের ছবি ‘আকেলি’ মুক্তি পেয়েছে ২৫ আগস্ট। এটি পরিচালনা করেছেন প্রণয় মেশরাম। ছবিটি দর্শক এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসনীয় পর্যালোচনা পেয়েছে।