আমাদের আমেরিকা না গেলেও চলবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার দোখলা রেস্ট হাউজে তিনি এ মন্তব্য করেন।
কৃষিমন্ত্রী বলেন, আমেরিকায় না গেলেও চলবে। দু-একজন মন্ত্রী না গেলেও ক্ষতি হবে না। আমরা জেলে যেতে প্রস্তুত, ভিসা নিয়ে আমেরিকা যেতে পারব না।কিছু মানুষকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমেরিকায় কয়জন মানুষ যায়। নিষেধাজ্ঞা দিয়ে তারা কী করবে? গুলশান-বানীর বড়লোকদের ছেলেরাই শুধু আমেরিকায় যায়। তারা না গেলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না।
তিনি বলেন, অর্থনৈতিকভাবে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করলে তা কীভাবে মোকাবেলা করা যায় তাও দেখব। আন্তর্জাতিক বিশ্বে আমেরিকাসহ অনেক দেশ মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে ছিল।
তিনি আরও বলেন, আগামী ৩ মাস পর জাতীয় পরিষদের নির্বাচন হবে, তা সারা বিশ্ব মেনে নেবে। এ নির্বাচন কোনো দলই বানচাল করতে পারবে না। কোনো ষড়যন্ত্র করেই কেউ এই নির্বাচনকে বানচাল করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
কৃষিমন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ প্রশাসন অনেক তৎপর। তারা সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে পারবে।