ফ্রান্সের প্যারিস ও টুলুজে দুটি চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র ‘আজব কারখানা ‘। শনিবার (৭ অক্টোবর) প্যারিসের সিনেমা লে লিংকনে গুঞ্জ-সুর-সিন উৎসবে ছবিটির প্রদর্শনীতে অংশ নিতে দেশে আসেন প্রযোজক সামিয়া জামান। এটি এই মাসে টুলুজেও দেখানো হবে।
শবনম ফেরদৌসি পরিচালিত সিনেমাটি ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি পুরস্কার জিতেছে। এছাড়া ছবিটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ৮ম জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা আত্মপ্রকাশের পুরস্কার জিতেছে। ‘স্ট্রেঞ্জ ফ্যাক্টরি’ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবেও অংশ নিয়েছে। এর মধ্যে ভারতের কলকাতা, পুনে, ব্যাঙ্গালোর এবং নাগপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সুইজারল্যান্ডের এফআইএফজি, উত্তর আমেরিকার তাসভীর এবং থার্ড আই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডনের রেইনবো উল্লেখযোগ্য। আগামী বছরের শুরুতে ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।
‘স্ট্রেঞ্জ ফ্যাক্টরি’ ছবির গল্প আবর্তিত হয়েছে একজন রক স্টার এবং লোকশিল্পীদের জীবনকে ঘিরে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের পরমব্রত চট্টোপাধ্যায়। আরও অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হালিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী প্রমুখ। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব এবং গানের কথা লিখেছেন কবি হেলাল হাফিজ।