প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বল হাতে নিয়ে বিশ্বকাপ মিশনে বাংলাদেশ। টাইগার অধিনায়ক সাকিব আল হাসানেরও দিন কাটছে দারুণ।
আফগানিস্তানের এখন পর্যন্ত পড়ে যাওয়া ছয় উইকেটের তিনটিই সাকিব দখল করেছেন। ধারাভাষ্য কক্ষে নাসের হুসেন যখন বলেন, নিজের পঞ্চম বিশ্বকাপ খেলছেন সাকিব তাকে মাঠে রোমাঞ্চিত দেখাচ্ছে।
এদিকে মাঠের বাইরেও সাকিবের জন্য রয়েছে সুখবর। আবুধাবি টি-টেন লিগের বাংলাদেশি মালিকানাধীন দল বাংলা টাইগার্স আগের আসরের মতোই দলে আইকন ক্রিকেটার হিসেবে টাইগার অধিনায়ককে দলে নিয়েছে।
প্লেয়ার্স ড্রাফটের আগে সাকিকের সঙ্গে সই করেন তারা। আগের আসরেও দলের আইকন ক্রিকেটার ছিলেন সাকিব। দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
সাকিব ছাড়াও বেঙ্গল টাইগারদের ধরে রাখা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন পাকিস্তানের ইফতিখার আহমেদ, লঙ্কান পেসার মাথিশা পাথিরানা এবং সংযুক্ত আরব আমিরাতের রোহান মুস্তাফা। আবুধাবি লিগের এবারের আসরে শিরোপার জন্য লড়বে ৬টি দল। দলগুলো হলো- ডেকান গ্ল্যাডিয়েটরস, দিল্লি বুলস, চেন্নাই ব্রেভস, বেঙ্গল টাইগার্স, নর্দান ওয়ারিয়র্স এবং টিম আবুধাবি।
এদিকে সাকিবের ঘূর্ণিতে আফগানিস্তান বিপর্যস্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫৬ রান করতে গিয়ে ৮ উইকেট হারিয়েছে আফগানরা। যদিও ব্যাট হাতে দারুণ শুরু করেছে দলটি। পেসাররা সুবিধা নিতে না পারায় ইনিংসের সপ্তম ওভারে স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। বল হাতে নেন সাকিব। কিন্তু খুব একটা ভালো করতে পারেননি। বোলিংয়ে এসে প্রথম ওভারেই বাউন্ডারি হজম করেন তিনি।
তবে পরের ওভারে সঠিক জবাব দেন সাকিব। দ্বিতীয় বলেই উইকেট পান তিনি। এই বাঁহাতি স্পিনারকে স্লগ সুইপ করতে গিয়ে প্রান্ত নিয়ে গভীর স্কয়ারে ক্যাচ দেন ইব্রাহিম। এরপর আরও দুটি উইকেট নেন সাকিব।