মেক্সিকোর দক্ষিণাঞ্চলে বাস উল্টে ১৬ জনের মৃত্যু হয়েছে। এবং আহত হয়েছে ২৭ জন।
শুক্রবার (৬ অক্টোবর) দেশটির ওক্সাকা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাসটি ওক্সাকা এবং কেন্দ্রীয় রাজ্য পুয়েব্লার মধ্যে মহাসড়কে যাচ্ছিল। চালক দ্রুত গতিতে চালাতে গিয়ে বাসটি উল্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিন শিশু ও দুই নারী রয়েছে, সবাই ভেনিজুয়েলা ও হাইতির বাসিন্দা। আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো হয়ে অনেক অভিবাসী আসছে। ফলে সেখানে দুর্ঘটনাও বেড়েছে। অভিবাসীরা বাস, ট্রাক বা কার্গো ট্রেনে করে মেক্সিকোতে পাড়ি দেওয়ার চেষ্টা করে।
এই মাসের শুরুর দিকে, মেক্সিকোতে অভিবাসী বহনকারী একটি ট্রাক উল্টে একটি শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত এবং ১৭ জন আহত হয়। নিহতরা সবাই কিউবার নাগরিক।
উল্লেখ্য যে মেক্সিকান কর্তৃপক্ষ সাধারণত যথাযথ নথিপত্র ছাড়াই বাসের টিকিট কেনা নিষিদ্ধ করে। কিন্তু অনেকের কাছে টাকা নেই এবং চোরাকারবারিদের কাছ থেকে খারাপ বাস ও ট্রাক ভাড়া করে এবং চালকরা পুলিশকে এড়াতে দ্রুত গাড়ি চালায়। ফলে ঘটছে দুর্ঘটনা। সূত্র: সিএনএন, ইন্ডিয়া টুডে