Friday , September 20 2024
Breaking News
Home / Entertainment / মিডল ফিঙ্গার দেখানো নিয়ে এবার যা বললেন মৌসুমী হামিদ

মিডল ফিঙ্গার দেখানো নিয়ে এবার যা বললেন মৌসুমী হামিদ

সেলিব্রিটি ক্রিকেট লিগে মা’রামারির ঘটনাও ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন তারকা। অভিনেতা জয়, অভিনেত্রী রাজ রিপা, অভিনেতা মনির খান শিমুল কয়েকজন নির্মাতা ও অভিনেতাকে দায়ী করে গণমাধ্যমে কথা বলেছেন।

বিষয়টি মোটেও ভালোভাবে দেখছেন না অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি তার ফেসবুকে একটি নিবন্ধ প্রকাশ করে দুঃখ প্রকাশ করেছেন। সেইসঙ্গে এ ঘটনাকে কেন্দ্র চিত্রনায়িকা রাজ রিপার আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন মৌসুমী।

স্ট্যাটাসে লেখা ছিল, ‘‘আজ সেমিফাইনাল ফাইনাল হওয়ার কথা ছিল। যে আয়োজনটা হতে পারত একটা অসাধারণ মিলনমেলা, সবার মধ্যে একতা-বন্ধন তৈরির জায়গা; সেখানে আজকে এত নোংরামি! বিগত দিনের মজার মজার খেলার ভিডিও আনন্দঘন মুহূর্তের ভিডিও ছাপিয়ে এখন অদ্ভুত বাজে এক পরিবেশের ভিডিও। এখানে প্রত্যেকে যার যার জায়গায় ভীষণ ব্যস্ত মানুষ। সবাই এই ক’দিন সব কাজ বাদ দিয়ে শুধু আনন্দ আয়োজনের অংশ হতেই এসেছিল। খুবই দুঃখজনক পুরো ব্যাপারটি। কতিপয় মানুষের অসহনশীলতা এবং অর্গানাইজারদের কিছু ভুলের কারণে এই অবস্থা। তবে এর দায় সবাইকে নিতে হবে। শিল্প সংস্কৃতির মানুষ হয়ে যে দৃষ্টান্ত দিল, তা খুবই লজ্জার। এ রকম বড় একটা আয়োজনের জন্যে আরও কঠোর হওয়া উচিত ছিল আয়োজকদের। তারা হয়ত ভাবেননি এমন হতে পারে। এখানেই ভুল। ভাবা উচিত ছিল। ছোট ছোট অনেক ক্ষোভ-অসন্তোষ থেকে কাল (২৯ সেপ্টেম্বর) এত বড় একটা অঘটন ঘটল।’

এরপর লেখা হয়, ‘আমি এখন যে ভিডিওটি দেখছি তাও অতিরঞ্জিত। একজন ক্যামেরার দিকে মধ্যমা আঙুল দেখিয়ে অনেককে দোষারোপ করাটা খুবই বাড়াবাড়ি। নিজের জায়গা থেকে পরিস্থিতির চাপে হয়তো আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছেন তিনি। তিনি চরকি ও কয়েকজন জনের নাম নিয়ে বাজে রকম কিছু অভিযোগ করছেন, যেখানে চরকি শুধুমাত্র টাইটেল স্পন্সর। আয়োজক কমিটি বা খেলার ভেতরে তাদের কোনো হাত নেই।

মৌসুমী হামিদ স্ট্যাটাসে বেশ কিছু বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করলেও রাজ রিপার বিষয়টি মোটেও ভালোভাবে নেননি। গণমাধ্যমে দেওয়া বক্তব্যের কারণে রিপাকে শরিফুল রাজসহ কয়েকজনের বিরুদ্ধে আঙুল তুলে অশ্লী”ল অঙ্গভঙ্গি করতে দেখা যায়।

মৌসুমী হামিদ তার পোস্টে আরও উল্লেখ করেছেন যে, ‘এখন কোন দিকে যাবে তা জানি না। তবে আমি আশা করি যত তাড়াতাড়ি সম্ভব সবাই সম্ভিত ফিরে পাবে। যারা তাদের সম্মানের জায়গা বোঝে তারা হাসিমুখে সমাধানে আসবে। এবং যদি পরবর্তীতে একই ধরনের ঘটনা ঘটে থাকে, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করবো আরও বড় স্ট্রং টিম নিয়ে আরও নিয়ম মেনে আরও বুঝে শুনে যেন করেন। তাহলে অবশ্যই এই আয়োজন হবে মানুষের মন জয় করার মতো।

About bisso Jit

Check Also

অবশেষে তারেক রহমানের সঙ্গে মৌসুমীর সেই আলোচিত ছবি নিয়ে মুখ খুললেন ওমর সানী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *