আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেছেন, ‘আফ্রিকা-ইসরায়েল দেখেন, বাংলাদেশকে নিয়ে চিন্তা করার দরকার নেই।’
আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির প্রথম বৈঠকে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “কয়েকদিন ধরে আফ্রিকায় বিদ্রোহ চলছে, সেটা থামাতে পারেন না। দুষ্ট ছেলে ইসরায়েলকে থামাতে পারেন না। নেতানিয়াহু তো কথা শোনে না। আমাদের নির্বাচন নিয়ে এত মাথা ঘামানো কেন? যুদ্ধ থামান, বড় বড় সংকট দেখেন, আমাদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমরা তো পরাশক্তি হতে চাই না। আবার আমরা ভেনেজুয়েলাও না।’
তিনি বলেন, “আমরা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করব। আমরা যা করি না কেন, সংবিধান মেনেই করব। বিশ্বের অন্যান্য দেশে যেমন আছে, তেমনই হবে। কে এল কে এল না, এটা আমাদের দেখার বিষয় না। নিষেধাজ্ঞা কে দিল এটা আমাদের মাথাব্যথা নয়। আমরা নির্বাচন করব, নিষেধাজ্ঞা আমাদের জন্য নয়, যারা বাধা দেবে তাদের নিষেধাজ্ঞা দেন।’