আসন্ন বিশ্বকাপের দলে জায়গা হয়নি বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। নির্বাচকদের ব্যাখ্যা- ইনজুরির কারণে বিশ্বকাপ দলে রাখা হয়নি অভিজ্ঞ ওপেনারকে। গুঞ্জন উঠেছে, বিশ্বকাপে ৫টির বেশি ম্যাচ খেলতে পারবেন না এমন শর্তের কারণে তামিমকে দলে রাখা হয়নি। তবে এক ভিডিও বার্তায় এমন দাবি উড়িয়ে দিয়েছেন তামিম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে একটি বিষয় খুব স্পষ্ট করে বলতে চাই। আমি কখনো কাউকে বলিনি যে আমি পাঁচ ম্যাচের বেশি খেলতে পারব না। আমি নিশ্চিত নান্নু ভাইও আগামীকাল বিষয়টি ক্লিয়ার করবেন। আমি জানি না এটি মিডিয়াকে খাওয়ানো হয়েছে বা কারা এটি করছে, তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। ‘
তিনি বলেন, ‘আমি নির্বাচকদের যে বিষয়টি বলেছি তা হলো আমার শরীর এভাবেই থাকবে। এখন যেমন আছে। আমার ব্যথা হবে। দল নির্বাচন করার সময় এটি মাথায় রাখুন।