বিশ্বকাপের দল ঘোষণার প্রাক্কালে সাকিব ও তামিমের মধ্যে ‘দ্বন্দ্বের’ বিষয়টি আবারও উঠে এসেছে। উভয়েরই দুটি মতামত। এ নিয়ে বিপাকে পড়েছেন নির্বাচকরা। এ অবস্থায় মঙ্গলবার দুপুর ২টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তাদের মধ্যে কী আলোচনা হয়েছে তা জানা যায়নি।
দেড় ঘণ্টা বিসিবিতে থাকার পর চলে যান মুর্তজা। এ সময় তিনি মুখ খোলেননি।
ধারণা করা হচ্ছে, সাকিব-তামিম ইস্যুতে উঠে এসেছেন সাবেক এই অধিনায়ক। রুদ্ধদ্বার বৈঠক শেষে বিকেল সাড়ে তিনটায় তিনি বিসিবি ভবন ত্যাগ করেন। কিন্তু পাপন এখনো আছে।
জানা গেছে, আজ বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। তার আগে নির্বাচক ও বোর্ড পরিচালকদের সঙ্গে চূড়ান্ত আলোচনা করবেন পাপন।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে ইনজুরির অস্বস্তির কথা জানালেন তামিম। তাই শেষ ম্যাচে তাকে বিশ্রাম দিয়েছে বিসিবি। তবে তামিমের ব্যতিক্রমী অনুরোধ বাধা হয়ে দাঁড়ায়। বিশ্বকাপের গ্রুপ পর্বে ৯ ম্যাচের মধ্যে ৫টি খেলতে চান দেশের সেরা ওপেনার। কিছু ম্যাচে বিশ্রাম চাই।
তামিম বিসিবি সভাপতিকে বিষয়টি জানালে আপত্তি জানান সাকিব। বলা হচ্ছে, তামিমের অনুরোধ না মানা হলে অধিনায়কত্ব ছাড়বেন বিশ্বের সেরা এই অলরাউন্ডার। শোনা যাচ্ছে, কোচ হাথুরুসিংহেও আনফিট লোকদের দলে রাখার পক্ষে নন। এমতাবস্থায় তামিম দলে থাকছেন কি না, তা জানতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।