গণমাধ্যমের ওপর ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ভিন্নমত পেষন করা হয়েছে। তারা বলছেন, নিষেধাজ্ঞা শুধুমাত্র রাজনৈতিক দল, বিরোধী দল এবং ব্যক্তিত্ব এবং আইন প্রয়োগকারী সংস্থার জন্য প্রযোজ্য।
মঙ্গলবার হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংয়ের সময় স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলারকে প্রশ্ন করা হয় বাংলাদেশি মিডিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা আছে কি না। এ সময় মিলার বলেন, আমাদের নিষেধাজ্ঞা শুধুমাত্র রাজনৈতিক দল, ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর।
এর আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টিকারী গণমাধ্যমের ওপরও ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ওয়াশিংটন। রোববার একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে পিটার হাস এসব কথা বলেন। এই বিষয়টি নিয়ে এবার পিটার হাসের বক্তব্য কী সে বিষয় জানতে মুখিয়ে আছেন সাংবাদিকরা।