Friday , December 13 2024
Breaking News
Home / International / এবার শোয়েবের পক্ষ নিয়ে অপমান করা উপস্থাপককে এক হাত নিলেন পাক-প্রধানমন্ত্রী

এবার শোয়েবের পক্ষ নিয়ে অপমান করা উপস্থাপককে এক হাত নিলেন পাক-প্রধানমন্ত্রী

পাকিস্তানের বর্তমান সময়ের সবচেয়ে বেশি আলোচিত বিষয় হলো শোয়েব আখতার রেগে গিয়ে লাইভ টকশো চলাকালীন অনুষ্ঠান ত্যাগ করে বেরিয়ে আসা। টিভি উপস্থাপক নোমান নিয়াজ এবং শোয়েব আখতার টকশোতে খেলোয়াড়দের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়েন। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিশ্বের অনেক মিডিয়া সরগরম হয়ে উঠে। শোয়েবের ভক্তরা এই বিষয়টি নিয়ে নোমান নিয়াজকে এক হাত নিতে ছাড়েননি।

এবার সেই দিনের ঘটনায় আরেকটু মাত্রা যোগ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সাবেক ক্রিকেট তারকা ইমরান খান। গেল ২৬ অক্টোবর (মঙ্গলবার) নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের পাঁচ উইকেটের জয়ের পর শোয়েব আখতার পিটিভিতে একটি লাইভ শোতে যোগ দেন।

টিভি উপস্থাপক নিয়াজের মধ্যে আলাপ-আলোচনার একপর্যায়ে উ’ত্তে/জনা চরমে পৌঁছালে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান পাকিস্তানি গতিতারকা। নিয়াজের আচরণকে ঔদ্ধত্যপূর্ণ দাবি করে ইমরান খান বলেছেন, ‘তিনি (নিয়াজ) এভাবে কাউকে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বলতে পারেন না।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শোয়েবের সঙ্গে এমন আচরণ করার আগে তার (নিয়াজ) একশবার ভেবে দেখা উচিত ছিল। দেশের একজন তারকা ক্রিকেটারকে আন্তর্জাতিক গ্রেটদের সামনে অপমান করার সাহস তার হয় কিভাবে!’

আ’/গ্রা’সী ভূমিকার জন্য খ্যাতি থাকলেও সমস্যা সমাধান করতে শোয়েব যথেষ্ট চেষ্টা করেছিলেন। শোয়েবের প্রশংসা করে পাকিস্তানি সাবেক অধিনায়ক বলেছেন, ‘তাকে (শোয়েব) ধন্যবাদ। অনুষ্ঠানে সে যথেষ্ট মাথা ঠাণ্ডা রেখেছিল সমস্যার সমাধান করার জন্য।’

উল্লেখ্য, শোয়েব আক্তারের এই ধরনের অনুস্ঠান ত্যাগ করাকে অনেক ক্রিকেট প্রেমীরা যৌক্তিক মনে করেছেন। তিনি চেয়ার ছেড়ে যাওয়ার সময় তাকে সঞ্চালক বলেছিলেন, তিনি অনুষ্ঠান ত্যাগ করতে চাইলে স্বাগত। যেখানে রূঢ় মানসিকতার পরিচয় দেখিয়েছেন ঐ ব্যক্তি। এবার পাক-প্রধানমন্ত্রী শোয়েবের পক্ষ নেওয়ায় নতুন মাত্রা পেল শোয়েবের বিষয়টি।

About

Check Also

‘গণহারে’ বাতিল হচ্ছে ভারতীয়দের ভিসা, জানা গেল কারণ

উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত ভারতীয় নাগরিকদের ভিসা আবেদন আশঙ্কাজনক হারে বাতিল করছে। দেশটির নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *