ক্ষমতাসীন আওয়ামীলীগ আবারও সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার পাঁয়তারা করছে।যার প্রমাণ মিলছে তাদের নতুন নতুন কৌশল।কিন্তু হঠাৎ করে সুষ্ঠু নির্বাচনের উদ্দেশ্য মার্কিন ভিসানীতি ব্যাপক চিন্তায় ফেলেছে আওয়ামীলীগ সরকারকে।যদিও এ বিষয়টি নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই বলছে দলের শীর্ষ নেতারা। শুধু তাই নয় স্বয়ং সরকার প্রধান বলেছে বিষয়টি নিয়ে চিন্তার কিছু নেই। এ বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য পাঠকদের জন্য হুবহু নিচে দেওয়া হলো।
হাসিনা তার অনুসারীদের এক মহাবিপদের দিকে ঠেলে দিচ্ছে। হাসিনার ক্ষমতায় থাকার উদগ্র বাসনায় একটা অনিবার্য সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে দেশকে। হাসিনা জিতবে না এটা সত্য কিন্তু যেই সং/ঘাতের দিকে সে দেশকে ঠেলে দিচ্ছে সেই ক্ষত নিরাময় হতে অনেক সময় এবং শ্রম লাগবে।
আমি হাসিনার অনুসারীদের অনুরোধ করবো, বাস্তবতা বিবেচনা করে, হাসিনার জন্য নিজেকে বিপদে ফেলবেন না। হাসিনা আমাদের শত্রু, আমরা হাসিনা মুক্ত বাংলাদেশ চাই৷ আপনারা এই পতনোন্মুখ ফ্যা/সিস্টের পক্ষ ত্যাগ করুন। এতে আপনার মঙ্গল, দেশের মঙ্গল। আর যদি গোয়ার্তুমি করে হাসিনার লাঠিয়াল হয়ে সং/ঘাতে লিপ্ত হতে চান, সেটা আপনার সচেতন সিদ্ধান্ত। পরে বইলেন না সতর্ক করি নাই। পরে বইলেন না বুঝতে পারি নাই।