সম্প্রতি বাংলাদেশে এসেছেন সায়ন্তিকা ব্যানার্জি। দেশে চলচ্চিত্রে কাজ করতে এসেছেন। বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। অভিনেত্রীর অভিযোগ, প্রযোজকের অপেশাদারি আচরণের কারণে ‘ছায়াবাজ’ ছবির শুটিংয়ে ভালো অভিজ্ঞতা হয়নি।
ফলে শুটিং শেষ না করেই ফিরেছেন কলকাতায়।
এমন অভিযোগের পর অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন নির্মাতা মনিরুল ইসলাম। তিনি দাবি করেন, জায়েদ ও সায়ন্তিকা দুপুর ২টার দিকে পোশাক বদল করতে হোটেলে যান এবং সন্ধ্যা ৬টার দিকে ফিরে আসেন। তিনি বলেন, ‘পোশাক বদলাতে চার ঘণ্টা লাগে, এমন কখনোও দে/খিনি।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় একটি পত্রিকার সঙ্গে কথা বলেন সায়ন্তিকা। অভিনেত্রী বলেন, ‘আমার সম্পর্কে কে কী বলছে তা নিয়ে আমি মোটেই মাথা ঘামাই না। আমি মনে করি না এটি নিয়ে সাফাই দেয়ার কোন প্রয়োজন আছে, কারণ আমি জানি সত্য কি। আর নায়ক-নায়িকা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলে সমস্যা কোথায়?
সায়ন্তিকা বলেন, ‘চলচ্চিত্রে কাজ করতে হলে আগে পরিকল্পনা করতে হবে।
এক্ষেত্রে তার অভাব ছিল। যার প্রভাব পড়ে শুটিংয়েও। আমি দর্শকদের হতাশ করতে চাই না। তাই আমি এই বিষয়গুলো নিষ্পত্তি করতে চাই।তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ ছবিতে প্রথমবারের মতো জায়েদ খানের সঙ্গে জুটি বাঁধছেন সায়ন্তিকা।
এই সিনেমার শুটিং চলাকালীন তারা ‘টাইগার’ নামে আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।