Friday , January 10 2025
Breaking News
Home / Countrywide / ডিসির ভিডিও ভাইরালকারী একটা কুলাঙ্গার: এস এম জামাল

ডিসির ভিডিও ভাইরালকারী একটা কুলাঙ্গার: এস এম জামাল

জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. ইমরান আহমেদের প্রত্যাহার প্রসঙ্গে ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আবদুন নাছের বাবুল বলেন, জননেত্রী শেখ হাসিনার কল্যাণে আমরা একজন ‘ডাইনামিক’ ব্যক্তি পেয়েছি। তিনি (ডিসি ইমরান আহমেদ) ১ মাস ২৩ দিন দায়িত্ব পালনের পর চলে যাচ্ছেন। আমি জানি না আমাদের জামালপুরবাসীর মধ্যে কোন কুলাঙ্গার ছিল, যে ডিসির একটি বক্তব্য ভাইরাল করে জামালপুরবাসীর কপালে কুড়াল মেরেছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়াম প্রাঙ্গণে ইসলামপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আবদুন নাছের বাবুল।

এস এম জামাল আবদুন নাছের বাবুল বলেন, ‘এই ভদ্রলোক জামালপুরে তার মেয়াদ শেষ করতে পারলে জামালপুরের ভঙ্গুর চেহারা বদলে দিতেন বলে আমার বিশ্বাস। কিন্তু আমরা বঞ্চিত হলাম। আমরা তাকে ধরে রাখতে পারিনি। এজন্য আমার মন খারাপ। আমি কথা বলার মুডে নেই।’

এ বিষয়ে অ্যাডভোকেট জামাল আবদুন নাসেরের সঙ্গে বাবুলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, জেলা প্রশাসক (ডিসি) মোঃ ইমরান আহমেদ একজন সৎ ও ভালো মানুষ। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তাই ডিসি সরকারের উন্নয়নের প্রচার করে সরকারের পক্ষে ভোট চাইতে পারেন। এটা ডিসির দোষ নয়। ডিসি প্রত্যাহার আমাদের উন্নয়ন থেকে বঞ্চিত করেছে।

উল্লেখ্য, জামালপুরের ডিসি মো. গত ১১ সেপ্টেম্বর বিকেলে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইমরান আহমেদ বলেন, এই সরকার যে উন্নয়ন করেছে তা অব্যাহত রাখতে সরকারকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। ” এটাই হবে আমাদের সকলের অঙ্গীকার।’ তার বক্তব্যের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। পরে ১২ সেপ্টেম্বর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে ১৪ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ডিসি মোঃ ইমরান আহমেদকে প্রত্যাহার  করে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব করা হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচনের আগে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে জেলাশাসকদের সতর্ক করা প্রয়োজন। এদিকে পৃথক প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমির উপ-পরিচালক মো. শফিউর রহমানকে জামালপুরের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

About Nasimul Islam

Check Also

কৃষকদল নেতার জুয়ার আসরে অভিযান, আইনজীবী-কাউন্সিলরসহ গ্রেপ্তার ৯

ময়মনসিংহে এক জুয়ার আসরে অভিযান চালিয়ে আইনজীবী ও কাউন্সিলরসহ ৯ জনকে আটক করেছে যৌথ বাহিনী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *