বর্তমান সময়ে অনলাইনে পন্যে ক্রয়-বিক্রয়ের প্রবনতা ব্যপক হারে বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের সম্প্রতি সময়ে গড়ে উঠেছে ব হু অনলাইন ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান। তবে সম্প্রতি দেশে গড়ে উঠা অধিকাংশ ই-কমার্স প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে এবার সকল ই-কমার্স প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, দুই মাসের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠান নিবন্ধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিবন্ধিতদের তালিকা প্রকাশ করা হবে। অন্যদের দায় নেবে না সরকার।
সম্প্রতি বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠান নানা কৌশলে গ্রাহকদের লোভনীয় অফার দিয়ে বিপুল পরিমানের অর্থ হাতিয়ে নিয়েছে। এমনকি অনেকেই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছে। তবে এই সকল অনিয়মকারী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে আপ্রান ভাবে কাজ করছে সরকার।