স্ত্রী প্রিয়া রহমান মৃত্যুর ২৪ ঘন্টা না পেরোতেই না-ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই চলচ্চিত্রের খ্যাতিমান নির্মাতা সোহানুর রহমান সোহান। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে এই নির্মাতা টাঙ্গাইলে স্ত্রীকে দাফন করে বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালেই ফিরে আসেন তিনি। মাকে দাফন করার পর সেখানেই থেকে যান নির্মাতার মেয়েরা।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বাবার আকস্মিক মৃত্যুর খবর পেয়ে ঢাকায় ফিরেছেন সোহানুর রহমানের তিন মেয়ে। মায়ের শোক শেষ হওয়ার আগেই বাবার মৃত্যুর খবরে বিধ্বস্ত প্রযোজকের মেয়েরা। জানা যায়, বুধবার দুপুরে ঢাকায় ফেরার পর উত্তরায় নিজ বাসায় ঘুমিয়ে ছিলেন সোহানুর রহমান। অনেক ডাকাডাকি করেও সাড়া দেননি নির্মাতা বাড়ির গৃহকর্তা। পরে তাকে অচেতন অবস্থায় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নেওয়ার আগেই সোহানুর রহমান ঘুমন্ত অবস্থায় মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। তবে প্রযোজকের মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি চিকিৎসকরা।
স্ত্রী হারানোর শোকে কাতর ছিলেন তিনি। তবে স্ত্রীর কবরের পাশেই তাকে সমাহিত করার ইচ্ছা পোষণ করে গেছেন সোহানুর রহমান। ১৯৫৯ সালের ১৫ অক্টোবর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়িতে জন্মগ্রহণ করেন সোহানুর রহমান। বগুড়া, জয়পুরহাটে স্কুল ও কলেজজীবন শেষে ঢাকায় আসেন তিনি। পরবর্তীতে ১৯৮৮ সালে ‘বিশ্বাস অবিশ্বাস’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন সোহানুর রহমান।