বর্তমান সময়ে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। কিন্তু তার পরও নির্বাচনে তৃণমূল পর্যায়ে কৌশল নিচ্ছে আওয়ামীলীগের তরফ থেকে। তবে বিএনপির অনেক প্রাথী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে দাবি করা হচ্ছে আওয়ামীলীগের পক্ষ থেকে। এদিকে নির্বাচনের কমিশনের নির্দেশ মোতাবেক হেদায়াতুল ইসলাম ভূঞা যিনি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থা’/নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন তাকে প্রত্যাহার করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের নির্দেশে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শ্রীনগর থানা থেকে মুন্সীগঞ্জ জেলা পু’/লি’শ লাইনে যোগদান করেন ওসি হেদায়াতুল ইসলাম ভূঞা।
খবর নিয়ে জানা যায়, আগামী ১১ নভেম্বর শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৯ সেপ্টেম্বর তফসিল ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত শ্রীনগর থা’/নায় আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো ঘটনা ঘটেনি। কোনো প্রার্থী হেদায়াতুল ইসলাম ভূঞার বিরু’দ্ধে কোনো অভিযোগ করেননি বলে জানা গেছে। তবে কি কারণে নির্বাচন কমিশন তাকে প্রত্যাহারের আদেশ দিয়েছেন তা জানা যায়নি।
শ্রীনগর থা’/নার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, ওসি হেদায়েতুল ইসলাম ভূঞাকে প্রত্যাহার করা হয়েছে বিধায় তিনি জেলা সদরে যুক্ত হয়েছেন।
ওসি হেদায়েতুল ইসলাম ভূঞার প্রত্যাহারের বিষয়ে সেখানে স্থানীয় রাজনৈতিক মহলে কিছুটা চাপা আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচনের আগে ওসিকে প্রত্যাহারের বিষয়টিকে একটি কৌশল হিসেবে দেখছে সেখানকার রাজনীতিকরা। এদিকে ঐ ওসি এই বিষয়ে তেমন কোনো প্রতি’ক্রিয়া জানাননি।