Friday , November 22 2024
Breaking News
Home / opinion / ১৫ বছর পর ম্যাক্রোঁ বাংলাদেশে এসে সেই ইসলাম বিদ্বেষী নাটকের নাট্যকার রাহুলের বাসায় আনন্দ করে : হারুন

১৫ বছর পর ম্যাক্রোঁ বাংলাদেশে এসে সেই ইসলাম বিদ্বেষী নাটকের নাট্যকার রাহুলের বাসায় আনন্দ করে : হারুন

২০০৮ সালের ঘটনা আমারও জানা নাই তবে অভিজ্ঞতা থেকে মেকরনে বাংলাদেশ সফরের কথা লিখেছিলাম – আজ একজনের লিখায় তার প্রমান পেলাম –
২০০৮ খ্রিস্টাব্দে মান্দার নামক একটি ইসলামবিদ্বেষী নাটক মাঞ্চায়িত হয়। সেই নাটকের মূল চরিত্রের নাম রাখে ‘ রাসুল_খান ‘!
বিষয়টি মুসলিমদের নজরে আসলে ব্যাপক বিক্ষোভ আর প্রতিবাদ হয় দেশজুড়ে। ফলে সরকার সেই মান্দার নাটক নিষিদ্ধ করে।
আজ ১৫ বছর পর কাট্টা শাতীমে রাসূল (দরূদ) ফরাসী এমানুয়েল ম্যাক্রোঁ বাংলাদেশে এসে সেই মান্দার নাটকের নাট্যকার রাহুল আনন্দ এর বাসায় ১ ঘন্টা ৪০ মিনিট আনন্দ উদযাপন করে! হিসাব করে দেখছেন, তাদের কুফরি নেটওয়ার্ক কত সুদূরপ্রসারী?
আল্লাহর প্রিয়তম রাসূল (সাঃ) এঁর মহান সম্মানে কটাক্ষকারী শাতীমে রাসূল (দরূদ) বিশ্বমোড়ল বাংলাদেশে এসে আরেক শাতীমে রাসূল (দরূদ) এর ইসলাম ও মুসলিম বিদ্বেষী কর্মকান্ডে বাহবা দিয়ে গেলো! আফসোস! মুসলিমরা মেতে আছে টিকটক, ক্রিকেট আর ফুটবল নিয়ে!
এদের বিরুদ্ধে ব্লাসফেমি আইনে মামলা করা দরকার! অনেকে মনে করে আন্দোলন করেছি, যথেষ্ট হয়েছে! কিন্তু মামলা না করলে এগুলোর রেকর্ড থাকে না! মামলা হলে একেবারে তা এড়িয়ে যাওয়া সহজ হয় না! ব্যবস্থা নিতেই হয়! কাজেই মামলা করা জরুরি!
সাল্লাল্লাহু তায়া’লা আলাইহি ওয়া আলিহী ওয়াসাল্লাম।

✍️ মো. হারুনুর রশীদ

About Rasel Khalifa

Check Also

যে কারণে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বললেন সাংবাদিক ইলিয়াস

বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন তার সাম্প্রতিক এক মন্তব্যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার (২০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *