Friday , September 20 2024
Breaking News
Home / Exclusive / শেখ হাসিনার সাথে সেলফি তুলে নিলেন জো বাইডেন (ছবিসহ্)

শেখ হাসিনার সাথে সেলফি তুলে নিলেন জো বাইডেন (ছবিসহ্)

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে জি-২০ সম্মেলনের আনুষ্ঠানিকতা। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সম্মেলনস্থল ‘ভারত মান্দাপাতামে’ এ সম্মেলন শুরু হয়। দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে রোববার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত। জি-২০ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2023September/selfie-bg-20230909153531.jpg

সম্মেলনের প্রথম দিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফিতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রীর কন্যা, বঙ্গবন্ধুর নাতনি, থিম্যাটিক অ্যাম্বাসেডর, ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এবং অটিজম এবং নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদকেও সেলফিতে দেখা যাচ্ছে।

https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2023September/hasina-bg-20230909153704.jpg

সম্মেলনে অংশ নিতে শুক্রবার সকালে ঢাকা থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মোদির সরকারি বাসভবনে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন।

https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2023September/pm3-bg-20230909154250.jpg

বৈঠকের পর নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া এক্সে (আগের টুইটার) বার্তায় বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক।

About bisso Jit

Check Also

চুলের মুঠি ধরে নারী চিকিৎসককে রোগীর মারধর (ভিডিও সহ)

ভারতের পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালের এক নারী চিকিৎসককে হত্যা ও ধর্ষণের ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *