গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) ঢাকা রাজধানী থেকে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ এক ডাকাত চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেন, আইন শৃঙ্খলাবাহিনী, পুলিশ বা ডিবির পরিচয় দিলেই তাদের সাথে যাবেন না। যাচাই করবেন, লোক জড়ো করার চেষ্টা করবেন।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপি’র যুগ্ম কমিশনার।
হারুন অর রশিদ আরও জানান, এরা সবাই সংঘবদ্ধ ডাকাত চক্র। ব্যাংক থেকে টাকা উত্তোলন করা ব্যবসায়ীদেরকেই এরা টার্গেট করে। এবং ডিবি পরিচয়ে সুবিধাজনক এলাকায় তুলে নিয়ে গিয়ে টাকা ছিনিয়ে নেয়।
এদিকে ইতিমধ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন হারুন অর রশিদ। একই সঙ্গে ডিবি পরিচয় দিয়ে আর কখনো যেন কোনো দুষ্কৃতিকারীরা সাধারণ মানুষকে বিপদে ফেলতে না পারে সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।