Friday , September 20 2024
Breaking News
Home / opinion / আমার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, আমি লিখতে শুরু করলে আপনারা স্রেফ ন্যাংটা হয়ে যাবেন : নোমানী

আমার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, আমি লিখতে শুরু করলে আপনারা স্রেফ ন্যাংটা হয়ে যাবেন : নোমানী

আমরা নাজিম সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ করেছি সেটা প্রমাণসহ অভিযোগ। নাজিম সাহেবের যদি বিন্দুমাত্র সততা থাকে তবে তিনি প্রমাণ করবেন অডিওতে উনি বিএনপি নেতা-কর্মীদেরকে মারার যে নির্দেশ দিয়েছেন সেটা উনার ভয়েজ না৷ এটা প্রমাণ করা খুব কঠিন কিছুনা৷ কিন্তু নাজিম সাহেব সেই পথে না গিয়ে একটা ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা উনার অডিও প্রকাশ করেছেন সবাইকে “কুলাঙ্গার” বলে নিজের দায় সেরেছেন। একইসাথে উনার বেতনভোগী কিছু মাদকসেবী অনুসারীদেরকে দিয়ে আমাকে ক্রমাগত হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন।
আমি দৃঢ়তার সাথে আবারও দাবী করছি, নাজিম সাহেব বিএনপিকে ঔন করেননা। যিনি তারেক রহমানকে ঔন করেননা তিনি কোনভাবেই বিএনপির শুভাকাঙ্ক্ষী হতে পারেননা। উনি বিএনপির ছদ্মাবেশে আওয়ামীলীগের এজেন্ট ছিলেন। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সেটা বুঝতে পেরেই এবার উনাকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছেন। তার ক্ষোভ ঝাড়ছেন তিনি আওয়ামীলীগের ক্যাডারদেরকে বিএনপির নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের উপর লেলিয়ে দিয়ে।
আমার চরিত্রহরণের চেষ্টা করে লাভ নেই। আমার বাবা রামগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। নব্বইতে জেল খেটেছেন৷ আমার ছোট চাচা রামগঞ্জ কলেজের ভিপি এবং উপজেলা ছাত্রদলের সভাপতি ছিলেন৷ বিএনপি করার কারণে আমার পরিবারের উপর একের পর এক আঘাত এসেছে। বিএনপির জন্যে আমার পুরো পরিবারের যতটুকু কন্ট্রিবিউশান নাজিম সাহেবের ফোর্টিন জেনারেশানের পক্ষেও সম্ভব না তার ধারেকাছে যাওয়ার।
আমার নামে কোন অভিযোগ থাকলে সেটা প্রমাণসহ দিতে হবে। মনগড়া কিচ্ছাকাহিনী লিখে কোন লাভ নেই।
আমি ভিপি রহিম এবং মিয়া আলমগীরকে নিয়ে কিছু লিখিনি। লিখতে চাইওনা। ভিপি রহিমের অনুরোধে আমি উনাদের নাম কেটে দিয়েছিলাম। এখন যদি উনারা মনে করেন আড়াল থেকে উনারা কাঠি নেড়ে নাম পরিচয়হীন কিছু বাস্টার্ডকে দিয়ে আমাকে হুমকি ধামকি দিয়ে যাবেন এবং আমি তাতে চুপ হয়ে যাবো তবে ভুল ভাবছেন। আমার মুখ খুলতে বাধ্য করবেননা। আমি লিখতে শুরু করলে আপনারা স্রেফ ন্যাংটা হয়ে যাবেন।
সো অফ যান।

About Rasel Khalifa

Check Also

বাঁধন নৌকার লোক বলে কঠিন পরিণতি ভোগ করতে হইতো: পিনাকি

ছাত্র আন্দোলনে তারকাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি আওয়ামী সরকারের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *