গাজীপুর জেলার কালীগঞ্জ এলাকায় দু’র্ঘ/টনার কবল হতে নাতিকে বাঁচাতে গিয়ে দাদা নিজের জীবন দিলেন। গতকাল (সোমবার) সকালের দিকে উপজেলার জামালপুর ইউনিয়নাধীন চুপাইর নামক গ্রামে এই হৃ’দয়বি’দা/রক ঘটনা ঘটে। নিথর হয়ে যাওয়া দাদা, হোসেন খান (৬৭) ওই গ্রামের প্রয়াত দিলা খানের পূত্র।
নি’/হ’তের ভাতিজা মোসলেহ উদ্দিন খাঁন জানান, তিন বছর বয়সী তানভীর খান বাড়িতে খেলা করছিল। হঠাৎ করে সে বাড়ির সঙ্গে থাকা সড়কে চলে যায়। ওই সময় দালান বাজার-কাপাসিয়া মোড় সড়ক দিয়ে একটি সিএনজি অটোরিকশা দ্রুতগতিতে কালীগঞ্জের দিকে যাচ্ছিল।
দূর থেকে এ দৃশ্য দেখে চাচা হোসেন খান দৌড়ে গিয়ে নাতিকে বাঁচানোর চেষ্টা করেন। নাতিকে রক্ষা করতে পারলেও সিএনজির সঙ্গে ধা’ক্কা খেয়ে নিজে গু’রুতর আ’/হ’ত হন। খবর পেয়ে তারা হোসেন খানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃ’/ত ঘোষণা করেন।
ঘটনার পর সেখানে ভিড় করে ঐ এলাকার মানুষ। তারা কয়েক ঘন্টা ধরে সড়ক অব’রোধ করে রাখে। এলাকাবাসী জানান এই সড়ক দিয়ে নির্ধারিত গতির চেয়ে অনেক দ্রুত যানবাহন চলে যার কারনে এই এলাকার সড়কে মাঝে মাঝে দূ’র্ঘট’নার ঘটনা ঘটে। যানবাহনের চালকরা যাতে গতির নিয়ম মেনে তাদের গাড়ি চালায় সে বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষে’পের দাবি জানিয়েছেন।