Saturday , November 23 2024
Breaking News
Home / Countrywide / কানাডায় সড়ক দুর্ঘটনায় ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার, আইসিইউতে কেমন আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে

কানাডায় সড়ক দুর্ঘটনায় ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার, আইসিইউতে কেমন আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে

সম্প্রতি কানাডার টরন্টোয় স্থানীয় সময় গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাত প্রায় সাড়ে ১১ টার দিকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বাংলাদেশি শিক্ষার্থী আরিয়ান আলম দীপ্ত (২১)। দুর্ঘটনার সময়ে গাড়িটি চালাচ্ছিলেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। এ ঘটনায় একমাত্র নিবিড় কুমার ছাড়া গাড়িতে থাকা বাকি তিনজনই প্রাণ হারান।

এদিকে গত বছরের জানুয়ারিতে উচ্চতর পড়ালেখার উদ্দেশ্যে কানাডায় যান বাংলাদেশি শিক্ষার্থী আরিয়ান আলম দীপ্ত। সেখানে হামবার্গ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ভর্তি হয়েছিলেন তিনি। মাসখানেক আগে ক্লাসও শুরু হয়েছিল তার। মাসখানেক আগে ক্লাস শুরু করেন। এর মধ্যে ১১ ফেব্রুয়ারি বন্ধুরা মিলে দীপ্তর জন্মদিন পালন করেন। কিন্তু জন্মদিনের পর একদিন বন্ধুদের সঙ্গে গাড়িতে ঘুরতে বের হওয়াই কাল হলো দীপ্তর।

গত ১৩ ফেব্রুয়ারি কানাডার টরন্টোতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দীপ্তসহ তিন বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়। চার ভাইবোনের মধ্যে দীপ্ত সবার ছোট। পরিবারের কেউ তার মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না। দীপ্তর বোন অনন্যা আহসান দোলা কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকেন, কেন তাকে বিদেশ যেতে দিলেন? তাকে থামিয়ে দিলে এমন কিছু হতো না। আমি তাকে আর দেখতে পাব না।

এমনই বেদনাদায়ক দৃশ্য দেখা গেল রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় দীপ্তর বাড়িতে। শুধু অনন্যা দোলাই নয়, দীপতার মা রেজিনা সুলতানাকেও কাঁদতে দেখা গেছে। কিছুক্ষণ পর বলছিলেন, দীপ্ত কোথায়? তার কিছুই হতে পারে না।

দীপ্তর বাবা এটিএম আলমগীর জানান, দীপ্তর সঙ্গে শেষবার কথা হয় তার জন্মদিনে। সেদিন তার ক্লাস ছিল। তখন এটাই আমার জানা শেষ কথা।

এদিকে চার বন্ধুর মধ্যে তিনজনের মৃত্যু হলেও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার।

বর্তমানে তার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছন সংগীতশিল্পী কুমার বিশ্বজিত। তার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। সর্বদা তার পাশেই রয়েছেন তিনি।

About Rasel Khalifa

Check Also

সংস্কারের নামে ভয়াবহ দুর্নীতি-লুটপাট

সংস্কার ও উন্নয়নের নামে কয়েকগুণ বেশি ব্যয় দেখিয়ে হরিলুটের ব্যবস্থা করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *