Saturday , January 11 2025
Breaking News
Home / Entertainment / অনুষ্ঠানে গিয়ে আবারো ট্রলের শিকার সালমান খান, জানা গেল বিশেষ কারণ

অনুষ্ঠানে গিয়ে আবারো ট্রলের শিকার সালমান খান, জানা গেল বিশেষ কারণ

বলিউডের অত্যন্ত জনপ্রিয় ও কিংবদন্তি অভিনেতা সালমান খান। নিপুন অভিনয়ের মধ্যদিয়েই নয়, গান গেয়েও কোটি কোটি ভক্তের মনে দাগ কেটেছেন তিনি। জীবনের ৫৭ তম সিঁড়িতে পা রাখলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। আর এ জন্য বি-টাউনে ভারতের মোস্ট এলিজেবল ব্যাচেলরও বলা হয় তাকে।

কবে বিয়ে করছেন, কাকে বিয়ে করছেন সেটি নিয়ে তার ভক্ত-সমালোচকদের আগ্রহের শেষ নেই। কোনো বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গেলেই এ প্রশ্নের মুখোমুখি হতে হয় সালমানকে।

ভারতীয় রাজনীতিবিদ রাহুল কানালের বিবাহোত্তর সংবর্ধনা একটি তারকা খচিত সমাবেশের আয়োজন করেছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমান খানও। সেই অনুষ্ঠানে গিয়ে ট্রোলের আরেক শিকার হলেন এই নায়ক। টাইমস অফ ইন্ডিয়ার খবর।

বিয়ের অনুষ্ঠানের ভিডিওতে সালমানকে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এই ভিডিওর নিচে নেটিজেনদের মন্তব্যের বন্যা বয়ে গেছে। সেখানে একজন লিখেছেন- ‘Bhaijaan dulhe ko hta k khud khade ho gae dulhan k side mein The Boys’।

আরেকজন লিখেছেন- ভাইজান শুধু অন্যের বিয়ে খায়, নিজে বিয়ে করতে ভয় পান। আরেকজন লিখেছেন—সালমান খান সবসময় সবার জন্য।

বেশ কয়েকজন বলিউড অভিনেত্রী সালমান খানের সঙ্গে প্রেম করছেন বলে গুঞ্জন শোনা গিয়েছিল। তিনি ঐশ্বরিয়া রাইকে বিয়ে করতে চেয়েছিলেন। পরে তা আর হয়নি। পরবর্তীতে তিনি ক্যাটরিনা কাইফের সাথে দীর্ঘ দিন প্রেম করেন।

উল্লেখ্য, ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন সালমান খান। সিনেমাটি মুক্তি পাওয়ার পরপরই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। এরপর থেকে ক্যারিয়ারে আর কখনোই পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

About Rasel Khalifa

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *