Friday , September 20 2024
Breaking News
Home / opinion / ইসলামী ব‍্যাংক আর ইসলামী নাই, সূদে টাকা ধার নিয়েছে বাংলাদেশ ব‍্যাংক থেকে,এই ব্যাংকটার ১২টা বাজাইছেএকজনই:তুষার

ইসলামী ব‍্যাংক আর ইসলামী নাই, সূদে টাকা ধার নিয়েছে বাংলাদেশ ব‍্যাংক থেকে,এই ব্যাংকটার ১২টা বাজাইছেএকজনই:তুষার

ইসলামী ব্যাংক বাংলাদেশের এক সময়ের অন্যতম জনপ্রিয় একটি ব্যাংক এর নাম ছিল। তবে বর্তমান সময়ে এই ব্যাংক নিয়েই সারা দেশে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। একের পর এক ঘটনা প্রকাশ হচ্ছে এই ব্যাংক নিয়ে। এবার এ নিয়ে নতুন একটি লেখনী লিখেছেন আব্দুন নূর তুষার। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-

ইসলামী ব‍্যাংক আর আদর্শিকভাবে ইসলামী নাই। সূদে টাকা ধার নিয়েছে বাংলাদেশ ব‍্যাংক থেকে। হারাম সূদ থেকে দুরে থাকার কথা বলে এখন এই ব‍্যাংক নিজেই শতকরা পৌনে নয় ভাগ সূদে আটহাজার কোটি টাকা ধার নিয়েছে বাংলাদেশ ব‍্যাংক থেকে।ইসলামী ব‍্যাংকিং এর বারোটা বাজিয়ে দিলো এই এস আলমী ব‍্যাংক।নভেম্বরে যে হাজার হাজার কোটি ভূয়া লোকজনকে দিলো সে এখন টাকা খোঁজে কেন?এরা এখন নগদ এর টাকা আমানত রাখতে চায়। নিজেরা তো গেছেই এবার নগদকেও খাবে।সূদে টাকা নেয়া মানে গ্রাহকরা অফিসিয়ালি সূদের ভাগীদার হয়েছেন।

অভিনন্দন।

রিবা রিবা করে যারা এতোদিন জ্ঞান দিলেন তারাই আজ রিবাতে লিপ্ত মন দিয়ে লিংকগুলি পড়েন।

প্রসঙ্গত, এ দিকে ইসলামী ব্যাংক থেকে সরে যাওয়া মোটা অংকের টাকা ফেরত আসেনি এখনো। এ নিয়ে সরকার ব্যবস্থা গ্রহণের কথা বললেও এখনো দেখা যায়নি কোনো সুফল।

About Rasel Khalifa

Check Also

বাঁধন নৌকার লোক বলে কঠিন পরিণতি ভোগ করতে হইতো: পিনাকি

ছাত্র আন্দোলনে তারকাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি আওয়ামী সরকারের বিরুদ্ধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *