বাংলা ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় ও গুণী একজন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। যিনি ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করে ভক্তদের মাঝে দারুন সাড়া ফেলেছেন। এদিকে আগামীকাল শুক্রবার (২২ অক্টোবর) ঢাকার সব আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’। ঢাকায় আসা বিভিন্ন শ্রেণির মানুষকে নিয়ে এ গল্পটি সাজানো হয়েছে।
আর এ চলচ্চিত্রটির জুলিয়া চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। এ অভিনেত্রী বলেন—‘‘ঢাকা ড্রিম’ মুক্তির বিষয়টি আমার জন্য অত্যন্ত আনন্দের। এতে আমি যে ধরণের চরিত্রে অভিনয় করেছি আর কোনো চলচ্চিত্রে আমাকে এমন রূপে দেখা যায়নি। চলচ্চিত্রটিতে বেশ কিছু গান রয়েছে, যেসব গানে মমতাজ আপা, কুমার বিশ্বজিৎ দাদার মতো প্রখ্যাত সব শিল্পীরা কণ্ঠ দিয়েছেন।’’
চলচ্চিত্রটির শুটিং করতে গিয়ে অনেক কষ্ট করেছেন মনিরা মিঠু। সেই স্মৃতিচারণ করে এই অভিনেত্রী বলেন, ‘এই চলচ্চিত্রের জন্য ভীষণ কষ্ট করতে হয়েছে। মানিকগঞ্জে শুটিং চলাকালে শৈত্য প্রবাহ চলছিল। কনকনে শীত। সারা রাত আমরা একটি গানের শুটিং করি। ভোর ৬টায় শুটিং শেষ হয়। শুটিং শেষে যখন মাইক্রোতে উঠি, তখন আমাকে তিনচারটে কম্বল জড়িয়ে দেওয়া হয়। তারপরও ঠকঠক করে কাঁপছিলাম।’
প্রসঙ্গত, ধারাবাহিক নাটক “অপেনটি বায়োস্কোপ”এর মধ্য দিয়ে মিডিয়ায় কর্মজীবন শুরু করেন মনিরা মিঠু। এরপর থেকেই একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে ভক্তদের মনের মাঝে জায়গা করে নিয়েছেন তিনি। এদিকে করোনার কারনে দীর্ঘ বিরতির পর আবারো অভিনয়ে নিয়মিত হয়েছেন তিনি।