বিগত প্রায় এক মাস যাবৎ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগে অবশেষে গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পিরোজপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা এমএ হাকিম হাওলাদার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মরহুম এম এ হাকিম হাওলাদা স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।
এম এ হাকিম হাওলাদার গত ২৭ নভেম্বর অনুষ্ঠিত আওয়ামী লীগের সম্মেলনে দ্বিতীয়বারের মতো পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার গ্রামের বাড়ি জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের পাইটখালী গ্রামে।
পিরোজপুর সদর উপজেলা স্বচ্ছ সেবক লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার রায়হান জানান, এম এ হাকিম হাওলাদার গত ২০ দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গত বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান তার এম এ হাকিম হাওলাদার।
এদিকে আওয়ামী লীগের অন্যতম গুণী এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন দলের বিভিন্ন নেতাকর্মীরা।