খন্দকার ফরহাদ আসিফ টিপু নামের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি তাকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফে’সবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বি’কৃ/ত ছবি ও তাকে নিয়ে কটু’ক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে গ্রে’ফতার হয়েছেন।
কামরুজ্জামান তালুকদার যিনি কুমারখালী থা’/নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দেশের একটি সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। যুবলীগ নেতার দা’য়ের করা মা/ম’লায় আজ (মঙ্গলবার) সকাল ১১ টার দিকে কুমারখালী পৌরসভা এলাকা হতে ঐ সংবাদ প্রতিনিধি টিপুকে গ্রে’ফতার করে আইনশৃংখলা বা’হি/’নীর সদস্যরা। টিপু কুমারখালী উপজেলা সংবাদ প্রতিনিধি ও বাটিকামারা গ্রামের প্রয়াত আমির উদ্দিনের ছেলে।
ওসি জানান, বৃহস্পতিবার ফরহাদ আসিফ টিপু তার ফে’সবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃ’ত করা দুটি ছবি ও ক’টূক্তিমূলক পোস্ট শেয়ার করেন। বিষয়টি নিয়ে সমালো’চনা ছড়িয়ে পড়লে টিপু ফে’সবুক থেকে শেয়ার করা ছবি সরিয়ে ফেলে আত্মগো’/পনে থাকে। এরপর রাতে কুমারখালী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান ফরহাদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ১৯ (১) ও ৩১ (২) ধা’রায় মা’ম/লা দা’য়ের করেন।
তিনি যোগ করে বলেন, টিপুকে গ্রে’ফতার করা হলে তিনি ছবি শেয়ার করার বিষয়টি স্বীকার করেছেন। গোটা বিষয়টি খতিয়ে দেখতে কাজ করছে পু’/লি’/শ। টিপুকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মা’/ম’লার নথিতে উল্লেখ করা হয়েছে, ঐ সংবাদ প্রতিনিধি দেশে চলমান অনাকাঙ্খিত দা’/ঙ্গা পরিস্থিতির সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিপ্রায়ে প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি বি/কৃ’ত ছবি শেয়ার করেছেন।