Saturday , November 23 2024
Breaking News
Home / opinion / আজকে আমি শেখ হাসিনার দুইটা মিথ্যা কথা ফাঁস করে দিলাম,আমি হাসিনার দৌড় মাইপ্যা ফেলছি:পিনাকী

আজকে আমি শেখ হাসিনার দুইটা মিথ্যা কথা ফাঁস করে দিলাম,আমি হাসিনার দৌড় মাইপ্যা ফেলছি:পিনাকী

পিনাকী ভট্টাচার্য বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয় একটি নাম। বিশেষ করে বর্তমান সরকারের সব থেকে বড় সমালোচক তিনি। সব সময়ই বাংলাদেশের সরকারের নানা ধরনের কর্মকান্ড নিয়ে সব সময়ই তিনি নানা ধরনের পোস্ট আর ভিডিও বানিয়ে থাকেন। আর এরই ধারাবাহিকতায় তিনি এবার একটি নতুন ভিডিও দিয়েছেন। সেখানে তিনি বলেছেন অনেক কথা। পাঠকদের উদ্দেশ্যে তার সেই ভিডিওর বিষয় বস্তু তুলে ধরা হলো হুবহু:-

পিনাকী ভট্টাচার্য বলেছেন, আমি হাসিনার নিচে কারো লগে খেলিনা। হাসিনা চাইলে তার পুরা দলবল নিয়া খেলতে পারে। আমার অসুবিধা নাই। হাসিনা আমার লগে এই ভার্চুয়াল খেলায় হারবে, তার পুরা দল, তার হায়ার করা কনসাল্টেন্ট আনলেও। আমি হাসিনার দৌড় মাইপ্যা ফেলছি।

হাসিনা একটা নিরেট অপদার্থ এবং চরম মিথ্যাবাদী। আমি প্রমাণ ছাড়া কিছু বলিনা। হাসিনা যে অপদার্থ এবং চরম মিথ্যাবাদী এইটা বারেবারে প্রমাণের দরকার আছে। বাংলাদেশের তরুণ প্রজন্মের সামনে তার অহংকার মাটিতে মিশায়ে দিতে হবে।

তাকে ভিডিওতে আরো বলতে শোনা গেচে, শেখ হাসিনা, তুমি যা শুরু করছো এইটা খুব বেশী বেশী হয়ে যাচ্ছে। আমি অনেকবার কইছি তুমি রিজার্ভের টেকা কী করছো কীভাবে খর্চা করছো সেইটা বলো। তুমি বলতেছো না। তোমার কনফিডেন্স আকাশে গিয়া ঠেকছে কারণ তোমার কথা কেউ চ্যালেঞ্জ করেনা। তাই তুমি যা খুশী তাই বলে যাইতেছো রিজার্ভ নিয়া কী করছো সেইটা ব্যখ্যা করতে।

আমি তোমার সমস্যা বুঝি তুমি একটা ইউনিক সিচুয়েশনে পড়ছো। তুমি কোভিডে কীভাবে খর্চা করছো সেইটা দিয়া ক্যাম্পেইন করতে শুরু করছো। এইটা তোমার জন্য একটা মারাত্মক ফাদ। তোমার ডাক্তার সম্প্রদায়ের মধ্যে এমন কেউ নাই যে আমার আক্রমণ সামলানোর মতো উপযুক্ত করে তোমার বয়ান তৈরি করে দিবে।

এই ভিডিওতে তিনি দেশে বিতরণ করা ক”রো’না’র’ টিকার কথা বলেছেন। বসিযেশ করে সরকারের বলা টিকা নিয়ে নানা ধরনের ভুল তথ্য তিন তুলে ধরেছেন এই ভিডিওতে। আর সেই সাথে তিনি আরো জানিয়েছেন এ ধরনের আরো বেশ কিছু ভিডিও তিনি সামনে বানাতে শুরু করেছেন যে গুলো প্রকাশ করবেন সবার জন্য।

About Rasel Khalifa

Check Also

যে কারণে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বললেন সাংবাদিক ইলিয়াস

বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন তার সাম্প্রতিক এক মন্তব্যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার (২০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *