Saturday , November 23 2024
Breaking News
Home / opinion / ছবির ভদ্রলোক আর এই মুহূর্তে ইহধামে নেই আ.লীগের লোকজনের বেদম প্রহারে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন:রনি

ছবির ভদ্রলোক আর এই মুহূর্তে ইহধামে নেই আ.লীগের লোকজনের বেদম প্রহারে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন:রনি

সম্প্রতি না ফেরার দেশে পারি জমিয়েছেন বিএনপির অন্যতম জনপ্রিয় একজন নেতা ও সাবেক এমপি শাহজাহান খান। তার রয়েছে বর্ণাঢ্য একটি রাজনৈতিক জীবন। কাজ করেছেন অনেক। তার এই প্রয়ানে বেশ ব্যথিত হয়েছেন বিএনপির আরেক নেতা গোলাম মাওলা রনি। তিনি এ নিয়ে দিয়েছেন একটি স্ট্যাটাস। পাঠকদের উদ্দেশ্যে তার সেই স্ট্যাটাস তুলে ধরা হলো হুবহু:-

ছবির ভদ্রলোক আর এই মুহূর্তে ইহধামে নেই । ৫০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের আজ ইতি ঘটলো অত্যন্ত নির্মম এবং নিষ্ঠুর ভাবে ! ৭০ বছরের বৃদ্ধ শরীর নিয়ে বরিশাল যাচ্ছিলেন বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিতে । পথে আওয়ামী লীগের লোকজন বেদম প্রহার করে তাঁকে হাসপাতালে পাঠালো ! জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ ল্যাব এইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন !

এতক্ষণ যার কথা বললাম তিনি শাহজাহান খান ! পটুয়াখালী ৩ আসনের সাবেক সংসদ সদস্য ! জেলা বিএনপির সাবেক সম্পাদক এবং পুরো দক্ষিণ বঙ্গের কর্মী বান্ধব নেতা হিসাবে সর্বজন স্বীকৃত এবং শ্রদ্ধেয় ! ছিলেন সফল ব্যবসায়ী এবং জেলার শীর্ষ ধনী ব্যক্তি এবং সারাটি জীবন তিনি নিজের সব কিছু দিয়ে দলের সেবা করে গিয়েছেন !

জনাব শাহজাহান খান সম্পর্কে আমার মামা শ্বশুর ! ২০০৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি ছিলেন আমার প্রতিদ্বন্দ্বী আবার ২০১৮ সালে তাঁকে বাদ দিয়ে আমাকে মনোনয়ন দেয়া হয়েছিলো ! মনোনয়ন পাওয়ার পর আমার বাসায় তিনি এলেন এবং আমার হাত দুইখানি ধরে খুব করে কাঁদলেন । আমি এবং আমার স্ত্রীও কাঁদলাম…

অসুস্থ এবং মরণাপন্ন মামাকে পটুয়াখালী থেকে ঢাকা আনা হল । আমি হাসপাতালে গেলাম। তিনি আমার হাতদুইখানি চেপে ধরলেন… এবার আর কাঁদলেন না… কি যেন বলতে চাইলেন । কিন্তু পারলেন না … আজ মহান আল্লাহর ডাকে তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন এবং না বলা কথা গুলো বিএনপির কোটি কোটি নেতা কর্মীর জন্য রেখে গেলেন …

মহান আল্লাহর নিকট মামার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি । মামার পক্ষ হয়ে সবার নিকট ক্ষমা চাচ্ছি এবং তাঁর জন্য সবার দোয়া প্রার্থনা করছি । আল্লাহ হাফেয !

প্রসঙ্গত,এ দিকে শাহজান খানের এমন প্রয়ানে হতাশ হয়েছেন বিএনপির সকলেই। সমাবেশে জোয়ার পথে তার সাথে এমনটা ঘটতে পারে এটা ভাবতে পারেনি কেউ। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

About Rasel Khalifa

Check Also

যে কারণে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বললেন সাংবাদিক ইলিয়াস

বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন তার সাম্প্রতিক এক মন্তব্যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার (২০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *