বিমান আকাশের উড়ে চলার এক যানবাহন।কিন্তু এই বিমান যদি রাস্তার কোনো এক ব্রিজের নিচে আটকে যায় তাহলে ব্যাপার তা কেমন হবে ?এমনটাই সম্প্রতি দেখলো বিশ্ববাসী। আর এই ঘটনাটি ভারতের অন্ধ্র প্রদেশের বাপতলার ঘটনা। সেখানে একটি রানওয়ের নিচ দিয়ে যাওয়ার সময় বিমানটি আটকে যায়। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি ট্রেলারে বিমানটিকে কোচি থেকে হায়দরাবাদে নিয়ে যাওয়া হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর ট্রেলার ও বিমানটি উদ্ধার করে। এ ঘটনায় বিমানের কোনো ক্ষতি হয়নি।
বিমানটিকে সড়কে নিয়ে যাওয়া দেখে ভিড় জমে যায়। সেলফি এবং ভিডিও রেকর্ডিংও মানুষের মধ্যে সাধারণ। এতে বিভিন্ন সড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
বিখ্যাত রেস্টুরেন্ট চেইন পিস্তা হাউস প্লেনটি কিনেছে। বিমানের ভেতরে রেস্তোরাঁ খোলার পরিকল্পনা আগে থেকেই ছিল। এ জন্য কোচি থেকে হায়দরাবাদে প্লেন কিনে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ দিকে এই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরী করেছে বেশ হাস্যরস। সকলেই এ ঘটনা নিয়ে করছে হাসাহাসি। পুলিশ বলছে, ট্রেলারের চালক ট্রাফিক ডাইভারশন সম্পর্কে সচেতন না থাকার কারণে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরই ওই ট্রেলারটি সেখানে আটকে যায়।