এয়ার শো চলাকালীন হঠাৎই দুই বিমানের সংঘর্ষের ঘটনায় বিমানে থাকা সকলের প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিওতে দেখা, মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষের পরপরই বিমানটি দুটি টুকরো টুকরো হয়ে মাটিতে ভেঙে পরে। এরপর আগুনের ফুল্কিও দেখা যায়।
ঘটনায় মৃত্যু হয়েছে প্রায় ছয়জনের।
জানা গেছে, আমেরিকার ডালাসে একটি এয়ার শো চলছিল। তারপর একটি বোয়িং বি-১৭ বোমারু বিমান এবং একটি বেল পি-৬৩ কিংকোবরা মধ্য-আকাশে সংঘর্ষে পড়ে। সঙ্গে সঙ্গে দুটি বিমান বিধ্বস্ত হয়। বিমানে আগুন ধরে যায়। দুটি বিমানে ছয়জন ছিলেন। তাদের সকলেই নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ডালাস শহরের এই এয়ার শো চলাকালীন পুরো বিষয়টি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গেছে। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে কাঁপছে গোটা বিশ্ব। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ইতিমধ্যেই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
— Giancarlo (@GianKaizen) November 12, 2022
এ দুর্ঘটনার পরপরই মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন দেশটির দমকল বাহিনী ও পুলিশ। এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে দেশটির এক সংবাদ মাধ্যম।