সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এক শ্রেনীর সুবিধাবাদি সরকারে চাটুকারিতা করে যাচ্ছে। সরকারের লাগামহীন দুর্নীত ও লু/টপাট ঢাকতে তারা এসব বিষয়গুলি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে যাচ্ছে। তারা চায় আবারও সরকার বেনা ভোটে ক্ষমতায় থাকুক আর দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিক এবং তারা সব সুবিধা ভোগ করুক। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য পাঠকদের জন্য হুবহু নিচে তুলে ধরা হলো।
চেনা মুখের নতুন শাহবাগীরা মাঠে নামছে। আওয়ামী লীগের অদৃষ্টপূর্ব লুন্ঠন ও দুর্নীতি ঢাকতে গিয়ে এরা দোষ চাপাচ্ছে ব্যবসায়ীদের ওপর। উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! সেই সাথে ফলস ইকুইভ্যালেন্স বা ভিত্তিহীন তুলনা করছে আওয়ামী লীগ ও বিএনপির এই বলে যে আওয়ামী লীগ ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় এবং বিএনপি চায় যত তাড়াতাড়ি ক্ষমতা পেতে। এই ভন্ডগুলো কি উদ্দেশ্যে মাঠে নেমেছে এবং কালা মইত্যা তার কাগজে কেন এর প্রচার দিচ্ছে সেটা বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। এই লোকগুলোকে আমরা অনেক আগেই চিনে রেখেছি। গণ-আন্দোলনের জোয়ারে এরা খড়কুটোর মত ভেসে যাবে।
প্রসঙ্গত, দেশের অর্থনৈতিক অবস্থা হু/মকির মুখে কিন্তু সেটির জন্য সরকারকে দায়ি না করে ব্যবসায়ীদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে কিছু সরকারের দালালরা মন্তব্য করেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, এদের কাউকে ছাড় দেওয়া হবে না।