দেশ ও দেশের মানুষের জীবনমান উন্নয়নের পেছনে নানা ভূমিকা পালন করে থাকে বাংলাদেশ ছাত্রলীগ। তবে মাঝে মধ্যেই নানা অনিয়মের অভিযোগে সংবাদ মাধ্যমের শিরোনামে আসে সেই ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীর নাম। আর এরই জের ধরে এবার এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার পাশাপাশি তাকে জিম্মি করে ৩০০০ টাকা আদায় করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম ইমাম হাসান শুভ। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সহ-মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ও বনানী থানা ছাত্রলীগের সহ-সভাপতি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার জন্মদিন ছিল। আমি আমার বন্ধুদের সাথে বাজি ধরে সেই মেয়েটিকে প্রস্তাব দিয়েছিলাম। আমি মাঠে মাত্র এক মিনিট কথা বলেছিলাম এবং সেই মেয়েটি আমার বাইকে একটি ইট ছুড়ে মারে।
গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) তিতুমীর কলেজের ভেতরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। টাকা হাতিয়ে নেওয়ার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ক্ষুব্ধ ওই শিক্ষার্থী জানান, গত বৃহস্পতিবার সরকারি তিতুমীর কলেজে ২য় বর্ষের সমাপনী পরীক্ষা শেষে কিছুক্ষণ কলেজ মাঠে অবস্থান করেন। এ সময় তিতুমীর কলেজের ছাত্র ইমাম হাসান শুভ মাঠের মধ্যে বিনা কারণে আমাদের হ’য়’রা’নি করে। বাজে ভাষায় উত্যক্ত করতে থাকে, একাধিকবার প্রেমের প্রস্তাব দেয়। হাত-মুখ দিয়ে অ”শ্লী’ল অ’ঙ্গ’ভ’ঙ্গি করতে থাকে। আমরা সরে যাওয়ার পরও তাদের কয়েকজন আমাদের পিছু নেয় এবং হয়রানি শুরু করে। একপর্যায়ে আমি তাদের বাইকে একটি ছোট ইট ছুড়ে ‘মা’রি। আমার বিভাগের এক বন্ধু সেখানে এলে তারা আমার বন্ধুকে ;মা;র;ধ;র করে। অকারণে মা’র’ধ’র করছেন কেন জিজ্ঞেস করলে তারা বলে, তুমি অপরাধ করেছ তাই তোমার বন্ধুকে মা”র’ছি। বাইক ভাঙার ক্ষতি’পূরণ দিলে মার থামবে।
হয়রানির শিকার ওই ছাত্রী আরও অভিযোগ করেন, বাইকের কোনো ক্ষতি না হলেও একপর্যায়ে তারা আমার কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের কয়েকজন আমাদের হয়রানি করতে থাকে। আমি মানসিকভাবে ভেঙে পড়ি। টাকা না দিলে সে আবার আমার সহপাঠীদের মারবে বলে জানায় শুভ। এক পর্যায়ে তিন হাজার টাকা দিয়ে বাড়ি ফিরতে হয়।
এদিকে এ ঘটনার আলোকে তিতুমীর কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তিনি সংবাদ মাধ্যমকে জানান, এ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ছাত্রলীগের সভাপতির সঙ্গে আলাপ করেছেন তিনি। বিষয়টি খুতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।