সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্পে দু/র্নীতি ও লু/টপাট করছে। অথচ মন্ত্রী-এমপিরা মুখ দিয়ে উন্নয়নে বাংলাদেশকে ভাশিয়ে দিচ্ছে। হাজার হাজার কোটি বিদেশে পাচার হচ্ছে যার কারনে অর্থনীতি আজ হু/মকির মুখে পড়েছে। লাগাতার দু/র্নীতি ও লু/টপাটের কারনে বিজার্ভ সংকটের মুখে পড়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামের বৃদ্ধিতে দেশের জনগণ দিশেহার কিন্তু সরকারের এ ব্যাপরে কোনো মাথা ব্যাথা নেই। তারা আছেন কিভাবে ক্ষমতায় থাকবে সেই চিন্তায় বলে মন্তব্য করেন গোলাম মোর্তজা। এ বিষয় নিয়ে সা/মাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যা/টাস দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা হুবাহু পাঠকদের জন্য সে/টি নিচে দেওয়া হলো।
আপনারা ১০ হাজার কোটি টাকার সার কারখানার প্রকল্প সময়মত শেষ করবেন না।৫ হাজার কোটি টাকা ও ২ বছর সময় বাড়িয়ে নেবেন।বৃদ্ধির হার ৪৮ শতাংশ!
৮-৯ হাজার কোটি টাকা দিয়ে অপ্রয়োজনে ইভিএম কিনবেন।যা রাখার এবং রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই।গত নির্বাচন কমিশন ৩৫০০ কোটি টাকার ইভিএম কিনেছিল।যার কমপক্ষে ৭০০ কোটি টাকার ইভিএম নষ্ট হয়ে গেছে।বাকিগুলোও যে নষ্ট হয় নি,তাও নিশ্চিত করে জানা যায় নি।
২২ হাজার কোটি টাকার মেট্রোরেলের ব্যয় বেড়েছে ১১ হাজার কোটি টাকারও বেশি।বৃদ্ধির হার ৫০ শতাংশের বেশি।
কৃচ্ছতা সাধন করবে জনগণ!
প্রসঙ্গত, দেশের অর্থনীতি হু/মকির মুখে অথচ সরকারের সে বিষয়ে কোনো চিন্তা নেই তারা ব্যস্ত আছে নিজেদের পকেট ভরাতে মন্তব্য করেন বিশিষ্ট সাংবাদিক গোলাম মোর্তজা। তিনি বলেন, অপ্রয়োজনীয় সব কর্মকান্ডের মাধ্যমে দেশকে আরও অর্থনৈতিক ভাবে দুর্বল করছে।