প্রতি বছরের মতো এবছরেও বেশ ধুমধাম করেই শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর তাই কিছুদিন কাজের কথা ভুলে গিয়ে মা, বোন ও স্বামী, সন্তানকে নিয়ে দুর্গা পূজায় অংশ নিয়েছেন বলিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল দেবগন। তবে কোভিড-১৯ সংক্রমনের ফলে গত বছর অংশ নিতে পারেননি পূজায়। আর এ কারণে বেশ মন খারাপ ছিলো তার।
তবে এ বছর দুর্গা পূজায় অংশ নিলেও মন ভালো নেই কাজলের। বলিউডের এই অভিনেত্রীর মন এতোটাই খারাপ যে পূজা মণ্ডপে গিয়ে চাচাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কাজলের সেই ভিডিও। যেখানে চাচাকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা গেছে কাজলকে। কিন্তু কেনো?
কারণ এ বছর অসুস্থ থাকার কারণে দুর্গা পূজায় অংশ নিতে পারেননি কাজলের মা বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী তনুজা। যার ফলে মায়ের হাত ধরে এবার পূজা মণ্ডপগুলো ঘুরতে পারছেন না কাজল। এ কারণেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
সোমবার (১১ অক্টোবর) মুম্বাইয়ের একটি পূজা মণ্ডপে গিয়েছিলেন কাজল। এদিন লাল রঙের একটি শাড়ি পরেছিলেন তিনি।
প্রসঙ্গত, ১৯৯২ সালে ‘বেখুদি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে প্রথমবারের মতো পা রাখেন কাজল। তবে পরের বছর ‘বাজীগর’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন তিনি। বর্তমানে বলিউডে সর্বোচ্চ পারি শ্রমিক গ্রহনকারী অভিনেত্রীদের মধ্যে তিনি একজন।