সম্প্রতি কিছুদিন আগেই বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন, বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবে না বিএনপি। আর এরই জের ধরে এবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করে জানান, বিএনপি মুখে যাই বলুক নির্বাচনে আসবেই। আজ রবিবার (১০ অক্টোবর) ঢাকা রাজধানীর বাসভবনে ব্রিফিংকালে তিনি এমনটাই দাবি করেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতার হাতবদলের অন্য কোনো বিকল্প নেই। তাই তারা মুখে যত কথাই বলুক, নির্বাচনে তারা আসবে।
তিনি বলেন, দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক-কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে বিএনপিকে আসতেই হবে।
ইউপি নির্বাচনেও বিএনপি পরিচয় লুকিয়ে অংশ নিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটি তাদের বর্ণচোরা রাজনীতি।
‘বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলে তা করে না, আর যা গোপনে করে তা প্রকাশ্যে বলে না। তাই তো জনগণ বিএনপির দ্বিচারিতা বুঝতে পেরে মুখ ফিরিয়ে নিয়েছে। ‘
এর আগে গত শুক্রবার (০১ অক্টোবর) সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি জানান, এ সরকারের অধীনে দলীয়ভাবে কোনো নির্বাচনেই অংশ নিবে না বিএনপি। এ সময়ে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা।