Sunday , November 24 2024
Breaking News
Home / Entertainment / অভিনয় পেশার আগে করতেন শিক্ষকতা, মোশাররফ করিমকে নিয়ে ছাত্রের স্মৃতিচারন

অভিনয় পেশার আগে করতেন শিক্ষকতা, মোশাররফ করিমকে নিয়ে ছাত্রের স্মৃতিচারন

কে এম মোশাররফ হোসেন, তার নাট্যজগতের নাম মোশাররফ করিম, আর এই নামেই তিনি সর্বাধিক পরিচিত। তিনি একজন বাংলাদেশী অভিনেতা, চলচ্চিত্র এবং টেলিভিশন উভয় ক্ষেত্রেই অভিনয় করেন। তিনি ১৯৮০ এর দশকের শেষের দিকে “নাট্যকেন্দ্র” দিয়ে থিয়েটার শিল্পী হিসাবে কাজ শুরু করেন, যেখানে তিনি ১৬ বছর ধরে ক্রমাগত অনেক জনপ্রিয় থিয়েটার প্রযোজনায় প্রধান ভূমিকা পালন করেছেন। তিনি ১৯৯৯ সালে টেলিভিশন নাটকে আবির্ভূত হন, ফেরদৌস হাসান পরিচালিত একক পর্বের টিভি নাটক অতীতির মাধ্যমে এবং তার স্বাভাবিক অভিনয় এবং অভিব্যক্তির জন্য খ্যাতি অর্জন করেন।

মোশাররফ করিম বিনোদন জগতে আসার আগে একজন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। শিক্ষক দিবস উপলক্ষে (৬ অক্টোবর) তার এক ছাত্র তৌহিদুর রহমান উদয়ের স্ট্যাটাসে সেই বিষয়টি আবার উঠে এসেছে।

উদয় লিখেছেন, ‘গতকাল শিক্ষক দিবস ছিল। বহুদিন ধরেই ভাবছিলাম একজনকে নিয়ে লিখব। যাকে নিয়ে লিখব তাকে সবাই চেনে। তবে সবার চেনা আর আমার চেনার মধ্যে বিশাল বড় একটা পার্থক্য আছে। সবাই তাকে চেনে বাংলাদেশের একজন সেরা অভিনেতা হিসেবে, আর আমি চিনি আমার একজন অসাধারণ শিক্ষক হিসেবে। তার নাম মোশাররফ করিম, আমাদের শামীম স্যার। স্যার একজন বড় মাপের সেলিব্রেটি। এখানে এমন কিছু বিষয় আমি প্রকাশ করব, যা স্যার কখনই মিডিয়ায় প্রকাশ করেননি বা করতে সং’কোচ বোধ করেছেন। সুতরাং, আশা করব আপনারাও সেটা বিবেচনায় রাখবেন।

আমার বোন তখন এসএসসি পরীক্ষার্থী। কোচিং করছিল ই.হক মালিবাগ চৌধুরীপাড়া শাখায়। আমি সম্ভবত অষ্টম শ্রেণিতে পড়ি। আমার বাপ চাইলেন আমিও যেন কোচিং সেন্টারে গিয়ে টুকটাক ক্লাস করে আসি। ফলে শুরু হলো বোনের সঙ্গে আমার কোচিংয়ে যাওয়া-আসা। মোশাররফ করিম স্যার এসএসসি লেভেলের নিচে ক্লাস নিতেন না। ফলে কয়েক মাস কোচিংয়ে যাতায়াত থাকলেও এই মানুষটাকে দেখিনি কখনও।

কিন্তু তার সম্পর্কে প্রচুর গল্প শুনতাম বোনের কাছে। অভিনয় পা’গল এই মানুষটা ক্লাসে নাকি নিজের স্বপ্নের কথা বলতেন খুব। একদিন বড় অভিনেতা হওয়ার স্বপ্ন তার চোখে-মুখে স্পষ্ট ফুটে উঠতে দেখত ছাত্র-ছাত্রীরা। কিন্তু টেলিভিশনে সুযোগ হচ্ছে না। দুই একটা ছোট-খাটো চরিত্র পেলে সেটা নিয়ে ক্লাসে খুব আগ্রহ নিয়ে গল্প করতেন। শামীম স্যার ই.হকের সেই শাখার দুই পরিচালকের এক জন ছিলেন সম্ভবত।

কোচিং এর স্যাররা আবার ক্লাস এইটকে খুব একটা পাত্তা দিতেন না। প্রায়ই চুপচাপ বসে থেকে ক্লাস না করেই চলে আসতে হতো মাঝেমধ্যে। একদিন সকালে ক্লাস করতে গিয়ে প্রথম দেখলাম মানুষটাকে। কোচিং সেন্টার প্রায় ফাঁকা বলা চলে। আমরা চারজন স্টুডেন্ট বসে আছি। দেখলাম গাট্টা-গোট্টা খাটো করে খুব গম্ভীর এক লোক হাত দুটো পেছনে দিয়ে সারা কোচিংময় পায়চারী করে বেড়াচ্ছে। বুঝলাম সদ্য ঘুম থেকে উঠে এসেছেন। খুব গভীরভাবে কী যেন চিন্তা করছেন। ভাবলাম হয়তো কোন ডায়ালগ বা সিন নিয়ে চিন্তা করছেন। আমাদের বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলেন, কোন ক্লাস? আমরা বললাম। স্যার বললেন, একটু অপেক্ষা করো, টিচার চলে আসবে কিছুক্ষণের মধ্যে। সেটাই স্যারের সঙ্গে আমার প্রথম কথোপকথন। প্রথম দেখাতেই মানুষটাকে আমার খুব ব্যক্তিত্বসম্পন্ন বলে মনে হইছে।

আরেক দিনের ঘটনা। ক্লাসে বসে আছি। এক স্যার এসে জিজ্ঞাসা করলো, আমরা ক্লাস এইট কি না। হ্যাঁ সূচক উত্তর দেয়ার পর তিনি আমাদের ব্যাগ ও বইপত্র নিয়ে তাকে অনুসরণ করতে বললেন। তাকে অনুসরণ করে বিরাট এক ক্লাসরুমে গিয়ে উপস্থিত হলাম। দেখি ক্লাসরুম ভর্তি স্টুডেন্ট। এই কোচিং-এ এক ক্লাসেই এত স্টুডেন্ট পড়ে আমার জানা ছিল না। এটা ছিল ক্লাস নাইন-এর ক্লাসরুম। বিশাল রুমের কোথাও জায়গা নেই। ক্লাসে বোর্ডের সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন, স্বয়ং মোশাররফ করিম, সাধারণ একজন মানুষ। স্যার আমাকে জিজ্ঞাসা করলেন, আমি শুম্মীর ভাই কি না। আমি বললাম, হ্যাঁ। এখন বেঞ্চের মাঝে কিছু জায়গা আছে, সেখানে গিয়ে বসতে হবে। সেটা করতে গেলে আবার অনেকগুলো ছাত্র-ছাত্রীকে ডিঙাতে হবে। স্যার দু’ষ্টুমি করে বললেন, তোমরা তো সবাই ছোট মানুষ। কোলে তুলে নিয়ে বসিয়ে দিই, কী বলো? সারা ক্লাসে হাসির রোল।

যা হোক, ক্লাস শুরু হলো। বাংলা ব্যাকরণ। ব্যাকরণ, ইংরেজি গ্রামার- এগুলো সব ক্লাসে একই। সেজন্যই স্যার আমাদের ডেকে পাঠিয়েছিলেন। আমার জীবনে প্রথম এবং শেষবার বুঝলাম যে বাংলা ব্যাকরণ একটা চমৎকার সাবজেক্ট। কিন্তু আসলেতো একটা রসকষহীন সাবজেক্ট। কিন্তু যে মানুষটা সীমিত সময়ের জন্য হলেও আমার কাছে এই অপছন্দের সাবজেক্টটাকেও আকর্ষণীয় করে তুলেছিলেন তিনি শামীম স্যার, আজকের মোশাররফ করিম। শিক্ষক হলে ছাত্রদের কীভাবে পড়াতে হয় সেটা আমি সেদিনই প্রথম উপলব্ধি করেছিলাম। সরকারি স্কুলে তো এই রকম শিক্ষাটা কোনদিন পাইনি। কীভাবে যে একটা ঘণ্টা পার হয়ে গেল বুঝলামই না। মনে হচ্ছিল স্যার আরও কথা বলে না কেন।

শিক্ষকতা যে একটা আর্ট সেটা প্রথম আমি শিখেছিলাম মোশাররফ করিম স্যারের কাছ থেকে। সত্যি বলতে এরপর আমি আমার জীবনে এমন টিচার আর পাইনি কোথাও। নটরডেমে স্যাররা ভালো পড়াতেন, কিন্তু ক্লাস চলতে থাকুক ঘন্টার পর ঘন্টা সেই অনুভূতিটা আর কোনোদিন পাইনি। স্যার ভালো থাকুক, নিজের অসাধারণ অভিনয় প্রতিভা দিয়ে দুই বাংলা মা’তিয়ে রাখুক সেই কামনা করি। সেদিন যদি জানতাম স্যার একদিন এই অবস্থানে আসবেন তাহলে হয়ত স্যারের সঙ্গে আমার একটা ছবি থাকত। কিন্তু আমরা তো আর দশটা সাধারণ মানুষের সাথে ছবি তুলে রাখি না।

স্যার তখন আর দশটা মানুষের মতোই সাধারণ ছিলেন যিনি নাটকে একটু জায়গা পাওয়ার জন্য স্ট্রা’গল করে যাচ্ছেন, আজকের মোশাররফ করিম তো হয়েছেন অনেক পরে এসে।’

উল্লেখ্য, করিমের জন্ম খিলগাঁওয়ে একটি বাঙালি পরিবারে। তিনি স্কুল থিয়েটারে তার প্রথম কাজের মাধ্যমে তার অভিনয় দক্ষতা প্রকাশ করেছিলেন। তিনি ১৯৮৬ সালে মাধ্যমিক পাস করেন। ১৯৮৯ সালে, করিম তারিক আনাম খানের প্রবর্তিত একটি অডিশনে অংশ নেন এবং ১৪০০ জন অংশগ্রহণকারীর মধ্যে ২৫ জনকে নির্বাচিত করা হয় এবং থিয়েটারে কাজ করার সুযোগ দেওয়া হয়। করিম ছিলেন তাদের একজন। তারপর তিনি নাট্যকেন্দ্র নাট্যদলে যোগদান করেন এবং ১৬ বছর একটানা কাজ করেন। থিয়েটারে এক দশকেরও বেশি সময় পর, করিম ছোট পর্দায় আবির্ভূত হন ১৯৯৯ সালে, ফেরদৌস হাসান পরিচালিত এবং চ্যানেল আইতে প্রচারিত একক পর্বের টিভি নাটক অতীথির মাধ্যমে।

About

Check Also

আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন তিশা (ভিডিও)

সম্প্রতি ঢাকার দোহার উপজেলার এক জমিদার বাড়িতে নাটকের শুটিং চলাকালীন ঘটে বিব্রতকর একটি ঘটনা। ‘প্রেমিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *