বলিউডের মেঘা সুপারষ্টার শাহরুখ খান। তিনি দীর্ঘ দিন ধরে বলিউড ইন্ডাষ্ট্রিতে কাজ করছে। এবং অভিনয় করেছেন অসংখ্য সিনেমায়। তবে বর্তমান সময়ে এই কিং খান খ্যাত অভিনেতা বেশ বিপাকে পরেছেন পুত্র আরিয়ান খানকে ঘিরে। সম্পর্তি মা/দ/ক কান্ডে গ্রে/ফ/তা/র হয়েছেন তিনি। পু্ত্রের এই কান্ডকে ঘিরে নতুন করে একটি দুঃসংবাদ শুনলেন শাহরুখ খান। তার বিজ্ঞাপন বন্ধ করে দিল অনলাইনে শিক্ষাদানকারী একটি সংস্থা।
দুঃসময় চলছে বলিউড বাদশা শাহরুখ খানের। এমন বিপদে আগে কখনো পড়েননি। মা/দ/ক/কা/ণ্ডে কারা/গা/রে অন্তরীণ ছেলে আরিয়ানের জন্য শুটিং ফেলে হন্যে হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন। ভারতের প্রখ্যাত আইনজীবী সতীশ মানেশিন্ডেকে নিয়োগ দিয়েছেন। কিন্তু জামিল মেলেনি। এরইমধ্যে আরো একটি দুঃসংবাদ শুনলেন শাহরুখ। শাহরুখের বিজ্ঞাপন বন্ধ করে দিল অনলাইনে শিক্ষাদানকারী একটি সংস্থা। মা/দ/ক মামলায় ছেলে আরিয়ান আ/ট/কে/র পর থেকেই ওই বিজ্ঞাপন থেকে শাহরুখ খানকে সরিয়ে দেওয়ার দাবি জোরালো হচ্ছিল। এ নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছিল শিক্ষাদানকারী সংস্থাটি। ‘উচ্ছন্নে’ যাওয়া ছেলের বাবার মুখে শিশুদের শিক্ষা নিয়ে পরামর্শ মানায় না বলে শাহরুখের কটাক্ষ করা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়।
একের পর এক তীর্যক মন্তব্য ও বিজ্ঞাপন বন্ধের দাবির চাপে অনেকটা বাধ্য হয়েই শেষমেশ শাহরুখের বিজ্ঞাপন বন্ধই করে দিল সংস্থাটি। ভারতী সংবাদমাধ্যম ‘ইকনমিক টাইমস’-এ প্রকাশিত রিপোর্টের বরাতে এ তথ্য দিয়েছে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। সংস্থাটির শুভেচ্ছাদূতও শাহরুখ খান। বিজ্ঞাপন বন্ধ করে দেওয়ার পর শাহরুখকে শুভেচ্ছাদূত না রাখার দাবি উঠেছে এখন। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি সংস্থাটি। ২০১৭ সালে অনলাইনে শিক্ষাদানকারী ওই সংস্থার সঙ্গে বিজ্ঞাপনী চুক্তি করেন শাহরুখ। এরপর থেকে ওই সংস্থা জনপ্রিয় হয়ে ওঠে। আয় বিপুল বাড়ে তাদের।
অবশ্যে পুত্র আরিয়ান খান গ্রে/ফ/তা/র কান্ডে শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছেন বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালক-প্রযোজকরা। এমনকি শাহরুখের ভক্ত-অনুরাগীরাও তার পাশে রয়েছে। বর্তমান সময়ে মা/দ/ক কান্ডে গ্রে/ফ/তা/র হয়ে শাহরুখ পুত্র কা/রা/গা/রে রয়েছে।