নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ বর্তমান সময়ে মাঝে মাঝে আলোচনায় উঠে আসা গায়ক নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছেন। সালসাবিল গেল মাসের ১১ তারিখে অর্থাৎ ১১ সেপ্টেম্বর নোবেলের সাথে দাম্পত্য জীবনের ইতি টানতে বিবাহ বিচ্ছেদের জন্য চিঠি পাঠিয়েছিলেন। সালসাবিল মাহমুদ নিজেই এই বিষয়ে দেশের একটি গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সালসাবিলের পক্ষ থেকে ডিভোর্স চেয়ে পাঠানো চিঠিতে উল্লেখ ছিল নোবেলের মস্তিষ্ক বিকৃ’ত, স্বামী হিসেবে স্ত্রীর দুই বছরের খোরপোশ দেওয়ার অক্ষমতা, চরিত্রহী’নতা ও নি’/র্যা/’তনকারী, প্রচণ্ডরকম মা’/রধ’/র করে ও নে’/’শা গ্রহণ করে।
উল্লেখ্য, নোবেল এই প্রজন্মের একজন তরুণ গায়ক। তিনি জি বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’ -তে অংশ নিয়ে দুই বাংলায় খুব জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে উঠে আসেন। এ পর্যন্ত নোবেল দুটি মৌলিক গান গেয়েছেন।
নোবেল মাঝে মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফে’সবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে থাকেন যার কারনে তিনি এ পর্যন্ত বেশ কয়েকবার সমা’লোচিতও হয়েছেন। অবশ্য তিনি এ বিষয়ে পরে ক্ষমাও চেয়েছেন।
মইনুল আহসান নোবেল ১৫ নভেম্বর, ২০১৯ তারিখে মেহরুবা সালসাবিলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন.