Sunday , November 24 2024
Breaking News
Home / Countrywide / মধ্যেরাতে রেলস্টেশনে রনি,হাতেনাতে ধরলেন টাকা তছরুপ করা বুকিং সহকারীকে(ভিডিওসহ)

মধ্যেরাতে রেলস্টেশনে রনি,হাতেনাতে ধরলেন টাকা তছরুপ করা বুকিং সহকারীকে(ভিডিওসহ)

ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনি বাংলাদেশের বর্তমান সময়ের সব থেকে আলোচিত একটি নাম। যিনি রেলের অব্যবস্থপনা দুর করতে লড়ে যাচ্ছেন একাই।আর সেই লড়াইয়ের আরেক রূপই যেন দেখালেন তিনি গতকাল রাতে।

রেলওয়ের অনিয়ম ও অব্যবস্থাপনা রোধ এবং দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে পূর্ব রেলওয়ের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে গণসংযোগ করেছেন ৬ দফা দাবিতে আন্দোলনরত ঢাবির শিক্ষার্থী মহিউদ্দিন রনি। রোববার (৩১ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি চট্টগ্রামগামী মেইল ​​(টু ডাউন) ট্রেনে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসে যাত্রা বন্ধ করে দেন। এদিকে এক যাত্রীর কাছ থেকে টিকিটের অতিরিক্ত দাম নেওয়ার প্রতিবাদ করেন রনি। পরে যাত্রীর টাকা ফেরত দিতে বাধ্য হন বুকিং সহকারী।

ভুক্তভোগী যাত্রী অভিযোগ করেন, চট্টগ্রামগামী টু-ডাউন মেইল ​​ট্রেনের টিকিটের মূল্য ৭৫ টাকা হলেও তার কাছ থেকে নেওয়া হয়েছে ১২০ টাকা। সঙ্গে সঙ্গে আখাউড়া স্টেশনের টিকিট কাউন্টারে চ্যালেঞ্জ করেন রনি। দীর্ঘ তর্ক-বিতর্কের পর অতিরিক্ত টাকা যাত্রীকে ফেরত দেন কাউন্টারের দায়িত্বরত টিকিট বুকিং সহকারী আখতার হোসেন।

এ বিষয়ে মহিউদ্দিন রনি বলেন, বুকিং সহকারীকে হাতেনাতে ধরার পর প্রকাশ্য আগুনের মুখে টাকা ফেরত দিতে বাধ্য হয়। জনগণের এই সংগ্রাম চলছে এবং ভবিষ্যতেও চলবে বলে মন্তব্য করেন রনি। ঘটনার সময় রনির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অন্তত ৫-৬ জন শিক্ষার্থী ছিলেন।

রেল ব্যবস্থা সংস্কারের দাবিতে ছয় দফা তুলে ধরে গণসংযোগ করেছেন ঢাবির শিক্ষার্থী মহিউদ্দিন রনি। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে কর্মসূচী শেষে তিনি তার সহযোগীদের নিয়ে চট্টগ্রামগামী টু-ডাউন চিটাগাং মেইল ​​ট্রেনে আখাউড়া ত্যাগ করেন।

এ দিকে তার এই ভিডিওটি গতকাল রাত থেকে ভাইরাল স্যোশাল মিডিয়াতে। সকলেই তার এমন কাজকে করছেন অনেক প্রশংসা। আর টিকেটের দাম বাড়তি নেয়া সেই কর্মকর্তাকে আনতে বলছেন আইনের আওতায়।

About Rasel Khalifa

Check Also

পদ্মা সেতুতে শেখ হাসিনাকে নিয়ে সারজিস আলমের ব্যঙ্গাত্মক পোস্ট ভাইরাল

২০২২ সালে পদ্মা সেতুর উদ্বোধনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *