ব্যাট হাতে ভালো সময় কাটছে না কোলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে থাকা ইয়ন মরগানের। দিল্লির বিপক্ষে তিনি করেছিলেন শূন্য রান এরপর তিনি গতকাল রাতে যে রান করেছেন সেটাও খুব খারাপ, পাঞ্জাবের বিপক্ষে তিনি করেছেন মাত্র ২ রান। এদিকে বাংলাদেশের তারকা ক্রিকেটার এবং বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার জন্য এক কথায় নাইট রাইডার্সের একাদশে জায়গা পাচ্ছেন না। এই কারণেই ভারতের একজন অভিজ্ঞ এবং প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমান সময়ের ক্রিকেট বিশ্বের বিশ্লেষক আকাশ চোপড়া মর্গানের পরিবর্তে সাকিবকে কোলকাতার নাইটের অধিনায়ক করার পরামর্শ দিয়েছেন।
শুক্রবার রাতে এক টুইটার বার্তায় আকাশ লিখেছেন, ‘হতা’শাজনক সময়, হতাশাজনক ব্যবস্থা। বাকি ম্যাচগুলোতে সাকিবকে অধিনায়ক করার কথা কি কলকাতা ভাবতে পারে? মরগানের বি’রো/ধিতা নয়, কিন্তু রান না পেলে তো মরগান কার্যকরী হচ্ছে না।’
তিনি আরো বলেন, ‘সেরা খেলোয়াড়রাও এমন অফ ফর্মে থাকতে পারে। সাকিব কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি কিছু ওভার বোলিংও করতে পারবে। এ নিয়ে আপনার ভাবনা কী?’
অনেকেই আকাশের এই ধরনের বিবেচনা প্রসূত বিষয়ের সাথে একমত হয়েছেন, কেউ কেউ আকাশের টুইট বার্তাকে স্বাগত জানিয়েছেন এবং তার বক্তব্যে মন্তব্য করেছেন এই বলে যে, মরগানের জায়গাতে সাকিবকে একাদশে ফিরিয়ে আনার পর দলের অধিনায়কত্ব অন্য কোনো একজনের হাতে তুলে দেওয়ার। প্রসঙ্গত, ১৪ তম আইপিএলে প্রথম তিনটি ম্যাচ খেলার পর তাকে আর একাদশে রাখা হয়নি এবং সে কারনে সাকিব একটি ম্যাচেও অংশ নিতে পারেননি।