বাংলাদেশের ঢাকাই সিনেমার জনপ্রিয়তা মানুষের কাছে কমে যাচ্ছে বলে ধারনা করছেন অনেকেই। আগে যেখানে বাংলাদেশে ১৪০০শ সিনেমা হল ছিলো সেখানে আজ ১৫০টির মত সিনেমা হল। এসব বিষয়ে সাকিবকে দায়ি করে সমালোচনা করেছেন ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি।
চলচ্চিত্র শিল্প ধ্বংসের জন্য তাকে(সকিবকে) দায়ী করেন অভিনেত্রী। সুইটি তার যোগাযোগ মাধ্যমে স্টাটাসে লিখেছেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নায়ক একা শাসন করতে গিয়ে তার একচেটিয়া চেতনার কারণে বাংলা সিনেমার বারো ঘণ্টা বাজিয়েছেন।” এ কারণে চলচ্চিত্রের বাজারে দর্শকরা অন্য কোনো নায়ককে দেখতে পাননি এবং তুলনা করতে পারেননি।
ফলস্বরূপ, সিনেমা হলের সংখ্যা ক্রমশ উদ্বেগজনক হারে হ্রাস পেতে থাকে এবং বেশিরভাগ হলও বন্ধ হয়ে যায়। তিনি আরও লেখেন, সব ক্ষেত্রেই প্রতিযোগিতা থাকতে হবে, তবেই কাজের মজা হবে এবং ভালো করার আগ্রহও বাড়বে।
দিন দিন সিনেমা প্রেমি বাংলাদেশি দর্ষকেরা ভারতের সিনেমার দিকে ঝুকে পড়ছে বলে জানিয়েছেন বিশেজ্ঞরা। তাদের ধারনা যদি ঢাকাই সিনেমা ও ভারত বাংলা সিনেমা এক সাথে প্ররচালনা করা যায় তাহলে ফের বাংলাদেশি আর্টিশরা আগের পর্যায়ে ফরতে পারবে।