একটু এদিক-ওদিক হলেই হতে পারতো বড় কোনো দুর্ঘটনা। তবে সৌভাগ্যবসত অল্পের জন্য এবার গাড়ি দুর্ঘটনার কবল থেকে প্রাণে রক্ষা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ। একই সাথে এ ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শিউলি আজাদ নিজেই।
জানা যায়, বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি যাত্রীবাহী বাস এমপির ব্যক্তিগত গাড়িটিকে চাপা দেয়। এতে গাড়িটির সামনের অংশের বেশ ক্ষয়ক্ষতি হয়। তবে গাড়িতে থাকা সকলেই আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছিলেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এমপি শিউলি আজাদ বলেন, আমি আমার এলাকা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ব্যক্তিগত গাড়িতে ঢাকায় ফিরছিলাম। সঙ্গে ব্যক্তিগত সহকারীও ছিল। নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস আমাদের গাড়িকে চাপা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
তিনি বলেন, আল্লাহর রহমতে কেউ গুরুতর আহত হয়নি। আমার হাতে সামান্য ব্যথা পেয়েছি।
তবে এ ঘটনার পরপরই ঐ বাসটি দ্রুত্র সেখান থেকে চলে যায়। ফলে বাসটিকে এখনো সনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ ঘটনায় জড়িতদের আইনের আয়তায় আনার সবরকম চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এদিকে সংসদ সদস্য শিউলি আজাদের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় সৃষ্টি কর্তাকে কৃতজ্ঞতা জানিয়েছেন অনেকেই।