ভারতের বেসরকারি বিমান সংস্থা জেট এয়ারওয়েজে একটি সন্তানের জন্ম হয়েছে। সৌদি আরব থেকে ভারতে আসার পথে ওই সন্তানের জন্ম হয়। এই ঘটনায় আজীবন বিনামূল্যে বিমান ভ্রমণের সুযোগ দিয়েছে বিমান সংস্থাটি। কিন্তু ওই সন্তানের পৃথিবীতে আসা সহজ ছিল না।
এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি তখন ৩৫,০০০ ফুট উঁচুতে ছিল। হঠাৎ করে একজন গর্ভবতী মহিলার নির্ধারিত সময়ের আগেই প্রসব বেদনা শুরু হয়। বিমানে ডাক্তার না থাকায় একজন ক্রু এবং একজন যাত্রী মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসেন।
তবে তারা দুজনেই প্রশিক্ষিত নার্স ছিলেন। তাদের সহায়তায় মাঝ আকাশে প্রায় ৩৫,০০০ ফুট উচ্চতায় তার জন্ম হয়। জেট এয়ারওয়েজের বোয়িং ৭৩৭ মুম্বাই আসার পর মা ও সন্তানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিমানে অবস্থানরত অনেক যাত্রী তাকে সহয্য করতে এগিয়ে আসে। সন্তান জন্মের পর সবাই ওই মহিলাকে অভিনন্দন জানিয়ে বলে, এটি একটি বাস্তব ও অৎভূত ঘটনা। এমন ঘটনার সমূক্ষিন হতে হবে বিমানে প্রবেশের আগে আমরা কেউই ভাবতে পরিনি। আমরা সবাই তোমাকে অভিনন্দন জানাই।