ভারতীয় বাংলা চলচ্চিত্রের নব্বইয়ের দশকের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী। চলচ্চিত্র থেকে অনেকটাদূরে সরে গেলেও নিয়মিত টিভি অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায় তাকে। এর পাশাপাশি সম্প্রতি কিছুদিন আগেই অনলাইনে শাড়ির ব্যবসা শুরু করেন টলিউড জনপ্রিয় এই অভিনেত্রী। তবে ব্যবসা শুরু করতে না করতেই রীতিমতো সমালোচনার মুখ পড়তে হয়েছে তাকে।
রচনার এই কাজ নেটিজেনদের কেউ কেউ ভালোভাবে গ্রহণ করেননি। এ নিয়ে তৈরি হয় বিতর্ক।
অন্তর্জালে রচনাকে নিয়ে কড়া সমালোচনা করলেও তা নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। বরং পুরোদমে নিজের কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। সোমবার (২৭ সেপ্টেম্বর) রচনা পুনরায় ফেসবুক লাইভে এসেছিলেন। এ সময় নিজের কালেকশনে থাকা শাড়ি যেমন দেখিয়েছেন তেমনি সমালোচনার জবাব দিয়েছেন এই অভিনেত্রী।
রচনা ব্যানার্জি বলেন—‘আমার এই ব্যবসা শুরুর আগে অনেককে বলতে শুনেছি, এই দ্যাখ ওই বউদি না শাড়ির ব্যবসা করে, ওই মেয়েটা না শাড়ির ব্যবসা করে! কিন্তু শাড়ির ব্যবসা করা কী খারাপ? এই শাড়ি পরেই তো নিজেকে সুন্দর করে উপস্থাপন করি। তাহলে শাড়ির ব্যবসাটা খারাপ কোথায়?’
কেউ কেউ ভাবছেন রচনা ব্যানার্জি এই ব্যবসায় আসার কারণে অন্যরা ক্ষতিগ্রস্ত হবেন। এ বিষয়টি স্মরণ করে রচনা ব্যানার্জি বলেন—‘দেখুন ভারত বর্ষে কোটি কোটি মানুষ। কিছু মানুষ আমার শাড়ি কিনবে। কিছু মানুষ আপনাদের শাড়িটা কিনবে। সুতরাং আপনাদের কোনো ক্ষতি হবে না।’
অন্য নারীদের পরামর্শ দিয়ে রচনা বলেন—‘যারা আপনাদের শাড়ির ব্যবসা করতে নিরুৎসাহিত করছেন, তাদের বলুন রচনাদি যদি শাড়ির ব্যবসা করতে পারেন, তবে আমরা কেন করতে পারব না!’
সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রচনা বলেন, ‘সকলের ভালোবাসা ও সহযোগিতায় খুব আনন্দ লাগছে। সিনেমার পর্দায় এতদিন আমাকে দেখেছেন, টিভি পর্দায় এখনো দেখছেন। এখন অন্য একটি মাধ্যমে একেবারে নতুনভাবে দেখছেন। আমার এই উদ্যোগের সবকিছু ঘরে বসেই করছি। প্রথম লাইভে আসার পর দিদিরা আমাকে এত ভালোবাসা দিয়েছেন যে, আমি অভিভূত। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ থেকে এত এত মানুষ আমাকে প্রেরণা দিয়েছেন যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি সবার প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে বাংলাদেশ থেকে এত এত মেসেজ দিয়ে যারা প্রেরণা যুগিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।’
চলচ্চিত্রের পর্দায় রচনা ব্যানার্জীর আগমন ঘটে ১৯৯৩ সালে ‘দান প্রতিদান’ সিনেমার মাধ্যমে। কর্মজীবনে প্রায় ৩৫ টি ছবিতে অভিনয় করে জায়গা করে নিয়েছেন কোটি কোটি দর্শকের মনে। তবে জনপ্রিয়তায় তুঙ্গে থাকায় অবস্থায় হঠাৎই অভিনয় থেকে দূরে সড়ে যান তিনি। তবে পর্দায় তার দেখা না মিললেও ভক্তদের কাছে এখনো আগের মতই জনপ্রিয়তার স্থানে রয়েছেন তিনি।